সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

ভারতের বিপক্ষে নারীদের স্মরণীয় জয়

স্পোর্টস ডেস্ক

ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে স্মরণীয় জয় পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডেতে ভারতের বিপক্ষে ৬ বারের দেখায় প্রথম জয় পেল বাংলাদেশ।

তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ৪০ রানে জয় পায় স্বাগতিকরা।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে নির্ধারিত হয় ৪৪ ওভারে।

প্রথমে ব্যাট করে ৪৩ ওভারে ১৫২ রানেই অলআউট হয় নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ দল। দলের হয়ে ৬৪ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক নিগার।

জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৪ ওভারে ১৫৪ রান। ব্যাটিংয়ে নেমে মারুফা খাতুনের গতি আর রাবেয়া খানের লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে ৩৫.৫ ওভারে ১১৩ রানেই অলআউট হয় ভারত।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪০ রানের জয়ে ৪ উইকেট নেন মারুফা। আর ৩ উইকেট নেন রাবেয়া।

সবশেষ টি-টোয়েন্টি ম্যাচেও জয় পায় বাংলাদেশ। সেই হিসেবে সীমিত ওভারের দুই সংস্করণ মিলিয়ে পরপর দুই ম্যাচেই জয় পেল নিগার সুলতানারা।

 

আরও পড়ুন