শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

বিশ্বকাপে সাকিব-লিটনদের কাছে সেরাটা চান জ্যোতি

আগে কখনো ছেলেদের বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ হয়নি নিগার সুলতানা জ্যোতির। এবার সেই সুযোগ হলো। ট্রফি ট্যুরের অংশ হিসেবে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি এখন বাংলাদেশ। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত যা রাখা ছিল মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। এ সময় অন্য সতীর্থদের সঙ্গে নিয়ে ট্রফির সঙ্গে ছবি তুলেছেন জাতীয় নারী দলের অধিনায়ক। সেই সঙ্গে ভারতে হতে যাওয়া আসরে সাকিব আল হাসান, লিটন দাসদের কাছে নিজের বড় প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি।

ভারতের আহমেদাবাদে আগামী ৫ অক্টোবর মাঠে গড়াবে এবারের বিশ্বকাপ। দেশটির মোট দশটি ভেন্যুতে হবে খেলা। কন্ডিশন একই রকম বলে বাংলাদেশের দর্শকেরা ক্রিকেটারদের কাছে ভালো কিছু চান এবার। নারী দলের অধিনায়ক জ্যোতিও সেটাই বলছেন।

বিশ্বকাপ ট্রফির সঙ্গে ফটোসেশনের ফাঁকে জ্যোতি বলেন, ‘খেলোয়াড় হিসেবে যদি বলেন, বাংলাদেশের কাছ থেকে আমাদের সবার প্রত্যাশা অনেক বেশি। জনগণের প্রত্যাশাও অনেক বেশি। বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মনে হয় সেরা দলটা খেলবে এবার। যারা তরুণ খেলোয়াড় তারা খুব ভালো ছন্দে আছে এবং এ সংস্করণে আমরা খুব ভালো খেলি। সো ফার, তাদের কাছ থেকে আমরা তো সেরাটাই আশা করব।’

ট্রফির সঙ্গে ছবি তুলতে পেলেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন জ্যোতি, ‘আগে কখনো সামনাসামনি দেখার সুযোগ হয়নি। ধন্যবাদ বিসিবি ও নারী বিভাগকে, আমাদের এ সুযোগটা দেওয়ার জন্য। অনেক তরুণ খেলোয়াড় ছিল। বিশ্বকাপ ট্রফিকে সামনে থেকে দেখা তাদের জন্য স্বপ্নের মতো ছিল।’

বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এসেছে গত রবিবার মধ্যরাতে। সোমাবার বিশ্বকাপ ট্রফি পদ্মা সেতুতে রাখা হয়। এদিন ছিল মিরপুরে। সেখানে জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটার, ক্রিকেট অফিশিয়াল ও সংবাদকর্মীরা ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়েছেন। বুধবার শেষ দিনে ট্রফিটি রাখা হবে ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হবে এদিন।

আরও পড়ুন