শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

মিছে মায়া @ ইলা ইয়াছমিন

মিছে মায়া
————————-
@ ইলা ইয়াছমিন
———————-
পরিবারে খোকা এলো
চাঁদমুখ নিয়ে,
খুশির বন্যা এলো যেন
সুর তাল লয়ে।

অতি আদরে বড় হয়
ছোট্ট সোনার ছেলে,
অভাব তাকে দেয় না ছুঁতে
সাধের বাবা মায়ে।

এত টুকুন কষ্টের আঁচ
না লাগুক খোকার গায়,
মায়ের মুখে হাসির ঝলক
যেন কষ্ট সে না পায়।

কষ্টের দাম রক্তে মাখা
ছেলের প্রয়োজনে,
নিজেদের প্রতি অবহেলা
তবু সুখ ছিলো তাদের মনে।।

এক নিমিষেই কষ্ট লাঘব
খোকার মুখটি দেখে,
হাজার স্বপ্ন বাবার মনে
স্বপ্ন মায়ের চোখে।

পড়ালেখা করে খোকা
হবে বড় ডাক্তার
সুখের রাজ্য গড়বে সোনা
কষ্ট ঘুচবে বাবার।

টেনেটুনে দিনগুণে
খোকা বড় হলো যখন,
সুখ যেন মরিচীকা
হায় জীবন বিষাদ ভূবণ।

বাবা মা বে-মানান
হাই সোসাইটিতে,
বিয়ে করে পারি দিল
ছেড়ে দিল ভিটে।

তবু বলে বাবা মা
ভালো থাকিস খোকা,
তোদের সন্তান তোদের যেন
না দেয় এমন ধোঁকা।।

আরও পড়ুন