শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

লায়ন আশরাফুল আলম আরজুকে সংবর্ধনা

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের এসোসিয়েট সেক্রেটারী লায়ন এস এম আশরাফুল আলম আরজু আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ–কমিটির সদস্য মনোনীত হওয়ায় চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপ–পরিচালক (প্রশাসন) ডা. শাবানা সুলতানা, সহকারী পরিচালক ইনসাফি হান্না, সহকারী ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) এম আমজাদ হোসেন, একাউন্টস অফিসার আকলিমা খাতুন, প্রশাসনিক কর্মকর্তা ফারহান সিরাজ চৌধুরী, মানবসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ইরফানুল আলম প্রমুখ। উল্লেখ্য, লায়ন আশরাফুল আলম আরজু চট্টগ্রাম আইন কলেজের ছাত্রলীগের সভাপতি ও লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫–বি৪, বাংলাদেশের সাবেক কেবিনেট সেক্রেটারী ছিলেন। বর্তমানে তিনি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫–বি৪, বাংলাদেশের জিএলটি ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর ও লায়ন্স মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশ–এর সেক্রেটারি এবং চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ও চট্টগ্রাম লায়ন্স আই ইনিস্টিটিউট অ্যান্ড হসপিটালের সহযোগী সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন