ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে প্রতিষ্ঠিত মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম, এমএএফ চট্টগ্রামের উদ্যোগে পশ্চিম ও পূর্ব বাকলিয়া এলাকার অতিবর্ষণ ও জোয়ারের পানিতে নিমজ্জিত অংশে শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জৈষ্ঠ্য আঞ্চলিক ব্যবস্থাপক সদরুল আমিন, এম এ এফ চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি তাসলিনা আক্তার মনি, অর্থ সম্পাদক সুলতানা চৌধুরী, সদস্য জিয়াউল হক সোহেল, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কর্মকর্তা তামান্না আহমেদ বর্নি, পরিচালনা সহকারী আবুল হাসান চৌধুরী রনি প্রমুখ। ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন, অতিবর্ষণ ও জোয়ারের পানিতে নিমজ্জিত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ভেদাভেদ ভুলে সকলের এগিয়ে আসতে হবে।