শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

শাহেদ হোসেন বাবুর ইন্তেকাল

 

রাউজান উরকিরচর বিশিষ্ট সমাজসেবক দানবীর মরহুম এস. এম ইউসুফ সাহেবের ১মপুত্র ইউসুফ আবদুল আজিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান তরুন শিল্পপতি মোহাম্মদ শাহেদ হোসেন বাবু (৩৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মরহুমের ১ম নামাজের জানাযা ৯ আগস্ট বুধবার সকাল ১১ টায় চকবাজার অলি খাঁ জামে মসজিদে ২য় নামাজের জানাযা ঐদিন বেলা ২টায় উরকিরচর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের ইন্তেকালে রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। উরকিচর ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সদস্য আহমেদ ইলিয়াস, উরকিরচর গাউসিয়া সুন্নীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাসান রেজা আল কাদেরী, ইউসুফ আবদুল আজিজ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাউসার আলম চৌধুরী, উরকিরচর মাদ্রাসাতুল মদিনার সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আত্তারী প্রমূখ। উল্লেখ্য যে শাহেদ হোসেন বাবু গত ৭ আগস্ট সোমবার সন্ধ্যায় নিজের মৎস্য খামার থেকে ফেরার পথে ডিঙি নৌকা ডুবে নিখোঁজ হন। পরে বুধবার ভোর ৪টায় হালদা নদীর ছায়াচরে তার মরদেহ পাওয়া যায়।

আরও পড়ুন