চট্টগ্রামের সন্দ্বীপে নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলায় শিক্ষক আবু তাহের প্রকাশ শিপনকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদীন এই রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডিত আবু তাহের প্রকাশ শিপন সন্দ্বীপের হারামিয়া এলাকার মৃত আবুল কালামের ছেলে। তিনি ওই নূরানী মাদ্রাসার শিক্ষক ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৯ জুন সন্দ্বীপের মগধরা ইউনিয়নের একটি নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী শিশু (৭) পরীক্ষা দিতে যান। পরীক্ষা শেষে বড়ভাইয়ের জন্য অপেক্ষা করলেও সেইদিন বড়ভাই গাড়ি নিয়ে দূরের এলাকায় যাওয়াতে মাদ্রাসায় বোনকে আনতে যেতে পারিনি। এদিকে মাদ্রাসার বরান্দায় ভাইয়ের জন্য অপেক্ষায় ছিলেন ওই ছাত্রী। এসময় মাদ্রাসা শিক্ষক তাহের ছাত্রীকে অফিস রুমে ডাকলে ছাত্রী না গেলে বেত দিয়ে পিটিয়ে অফিস রুমে নিয়ে যায়। সেখানে মাদ্রসার শিক্ষার্থীরা সকাল এগারোটার দিকে সবাই চলে গেলে অফিস রুমের ফ্লোরে ছাত্রীকে জোরপূর্বক র্ধষণ করেন শিক্ষক তাহের। ধর্ষণের কথা কাউকে বললে পুনরায় বেত দিয়ে পিটাবেন বলে ভয় দেখায় তাকে।
পরে শিক্ষক পুকুরে গেলে ছাত্রী কৌশলে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে চলে আসে। ছাত্রী দুপুরের দিকে ক্লান্ত অবস্থায় বাড়িতে ফিরে। পরিাবরের লোকজন শরীরে রক্তের গন্ধ পাওয়াতে পড়নের প্যান্ট খুললে গোপনাঙ্গে ক্ষত ও রক্তের দাগ দেখেতে পায়। পরে ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করা হয় ছাত্রীকে। পরে ঘটনার চার দিন পর ১৩ জুন সন্দ্বীপ থানায় ওই শিশুছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ২০ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জিকো বড়ুয়া বলেন, প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদ্রাসা শিক্ষক আবু তাহের প্রকাশ শিপনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানে হয়েছে জানান তিনি।