শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

পানিবন্দি মানুষের মাঝে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং রান্না করা খাবার বিতরণ

 

রোটারি ক্লাব অব গ্রোটার চিটাগাং এবং রোটারেক্ট ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের পক্ষ থেকে চকবাজার, মুরাদপুর, বহদ্দারহাট, আগ্রাবাদ, তুলাতুলি, ষ্টেশন রোড, দেওয়ানবাজার, সিআরবি সহ নগরীর বিভিন্ন স্থানে পানি বন্দি মানুষের মধ্যে প্রায় ২০০০ প্যাকেট রান্না করা খাবার আজ ১০ আগষ্ট (বৃহস্পতিবার) বিতরণ করা হয়।

ভারীবর্ষণ ও জলাবদ্ধতার ফলে পানিবন্দি মানুষের পক্ষে বাজারে যাওয়া সম্ভব হচ্ছে না, তাই ২০০০ প্যাকেট রান্না করা খাবার পানিবন্দি পরিবারের কাছে পৌঁছে দিয়েছে রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাং। অনুষ্ঠানে প্রধান অতিথি ডিস্টির গভর্নর ইঞ্জিনিয়ার মোঃ মতিয়র রহমান বলেন, রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং প্রথম থেকে পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার ও পানি বিতরণ করে আসছেন। আজকে ২০০০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে এবং এই কার্যক্রম চলমান থাকবে। যেখানে মানবতা বিপন্ন হয় সেখানে রোটারীয়ানরা এগিয়ে আসে।

এতে উপস্থিত ছিলেন সাবেক ডিস্টিক্ট সেক্রেটারী চার্টার প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাজাহান, এসিসট্যান্ট গভর্নর পিপি ইঞ্জিঃ আমজাদ হোসেন, প্রেসিডেন্ট মোঃ জামালউদ্দিন সিকদার, সেক্রেটারী মোহাম্মদ বেলাল, রোটারিয়ান ইকরাম পাশা, ফিলিপ গমেজ, রোটার‌্যাক্ট ফাউজুল কবির, আকরাম, সৌরভ, নাঈম হাসান, ইফতি, অর্পন, নিশি, আজাদ, কাউসার, সাজ্জাদ ও অর্পন প্রমুখ।

আরও পড়ুন