দেড় কেজি গাঁজাসহ এক নারী কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পাবনা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার শারমিন আক্তার জেলার (৩০) আটঘড়িয়া পৌরসভার কাউন্সিলর।
পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান মাহমুদ তুহিন ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে শহরের মেরিল বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদক ব্যবসার অভিযোগে গ্রেপ্তার শারমিন আক্তার আটঘরিয়া পৌরসভার সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জেলাজুড়ে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন শারমিন। নারীদের নিয়ে মাদকদ্রব্য বিক্রির একটি চক্র গড়ে তুলেছেন তিনি। চক্রটি উঠতি বয়সী তরুণীদের মাধ্যমে জেলার প্রত্যন্ত অঞ্চলে মাদক সরবরাহ করে। জেলার বাইরেও তারা মাদকের সিন্ডিকেট গড়ে তুলেছে তারা।
ঘটনার দিন (৮ আগস্ট) টার্মিনাল এলাকায় বেশ কয়েকজন মাদক কারবারী মাদক বিক্রির জন্য এসেছে এবং বৈঠক করছে, এমন খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। অভিযানে দেড় কেজি গাঁজাসহ শারমিনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান মাহমুদ তুহিন বলেন, “এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে শারমিনকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়। থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে।”