শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

পানিবন্দি মানুষের মাঝে ইসকপের খাবার সামগ্রী বিতরণ

নগরীর সেবা মূলক ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম” এর উদ্যোগে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় পানিবন্দি পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়।
আজ ১০ আগষ্ট নগরীর পতেঙ্গা ও বাকলিয়া এলাকার প্রায় ৬০০ পরিবারের মাঝে এ খাবার সামগ্রী গুলো বিতরণ করা হয়।
খাবার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর সহ সাধারণ সম্পাদক আলহাজ¦ শফিউল আলম ছুবহানী, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ সলীমুল্লাহ জামান, সমাজ সেবা সম্পাদক ডাঃ মোহাম্মদ ইলিয়াছ, কার্যকরি সদস্য অধ্যাপক মোহাম্মদ ছাইফুল্লাহ, ইসকপ কর্মকর্তা সিরাজুল ইসলাম খান, সাংবাদিক মোহাম্মদ হোসেন, ইসকপ ট্যুরস এন্ড ট্রাভেলস ম্যানেজার আবদুল্লাহ ইউসুফ, বিশিষ্ট সমাজ সেবক মনছুর আহমদ, জাকির হোসাইন প্রমূখ।

এলাকার অসহায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের আহবান জানান নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষ অন্ন, বস্ত্র, আশ্রয় ও চিকিৎসার অভাবে অর্ধাহারে-অনাহারে অবর্ণনীয় দুর্ভোগে দিন যাপন করছেন। বন্যাদুর্গত অঞ্চলে প্রয়োজনীয় ওষুধপত্রের অভাবে তারা সুচিকিৎসা পাচ্ছে না। বন্যা পরিস্থিতির অবনতির কারণে অসহায় মানুষ যখন পানিবন্দী অবস্থায় জীবন যাপন করছেন, তখন সমাজের বিত্তবানদের বন্যার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসা মানবিক দায়িত্ব। বানভাসি মানুষের কষ্ট লাঘবে টাকাপয়সা, খাদ্য, বস্ত্র, পানি, ওষুধসহ যার যা কিছু আছে তা নিয়েই স্বতঃস্ফূর্তভাবে বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসার এখনই সময়।

আরও পড়ুন