শক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে জাপানের হোক্কাইডো। শুক্রবার (১১ আগস্ট) ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। এর উৎপত্তিস্থল পৃথিবীর পৃষ্ঠের ৪৬ কিলোমিটার (২৮.৫৮ মাইল) নিচে অবস্থিত।
এর আগে বৃহস্পতিবার পূর্ব তুরস্কেও ভূমিকম্পের ঘটনা ঘটেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫ দশমিক ২। এর কেন্দ্রস্থল ভূপৃষ্ঠের ১১ কিমি (৬.৮৪ মাইল) গভীরে ছিলো বলে জানিয়েছে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)।
শেষ খবর পাওয়া পর্যন্ত, এ ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
গত মার্চেও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল হোক্কাইডো। রিখটার স্কেলে যা ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ছিল বলে জানিয়েছিল দেশটির জাতীয় ভূকম্পন সংস্থা। ওই ভূমিকম্পে হোক্কাইডো ছাড়াও অন্যান্য অঞ্চলগুলো কেঁপেছিল।
উল্লেখ্য, ২০১১ সালের সুনামির কারণে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছিল অসংখ্য অবকাঠামো।