শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

সন্ধ্যায় আওয়ামী লীগের বৈঠক, আসতে পারে ‘বিশেষ বার্তা’

সামনে জাতীয় নির্বাচন। এর আগেই নির্বাচন ঘিরে চলছে নানা আলোচনা ও কর্মসূচি। বিরোধীদলগুলোর সঙ্গে তালমিলিয়ে রাস্তায় নেমেছে ক্ষমাতাসীন আওয়ামী লীগও। এরই অংশ হিসেবে শনিবার (১২ আগস্ট) শন্ধ্যায় বৈঠকে বসছে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।

সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত রোববার গণভবনে তৃণমূলের নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এরপরই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতাদের নিয়ে বৈঠকে বসছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

জানা গেছে, বর্ধিত সভায় তৃণমূল নেতারা নানা অভিযোগ করেছেন। সেসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নেতাকর্মীদের ‘বিশেষ বার্তা’ দেবেন দলীয় সভাপতি।

আরও পড়ুন