চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব এনামুল হক এনাম বলেন, দেশে ভারী বর্ষণ ও উজানের ঢলে সৃষ্ট ভয়াবহ জলজট ও বন্যায় বিপর্যস্থ হয়ে গেছে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মানুষের জীবন। বন্যার কারণে অনেক এলাকার মানুষ এখনো পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। জলাবদ্ধতায় দুর্গত মানুষের কষ্ট বেড়েছে । গ্রামের খেটে খাওয়া মানুষের ঘর বাড়ীর যথেষ্ট ক্ষতি সাধন হয়েছে। প্রাকৃতিক দূর্যোগে সৃষ্ট এই বন্যায় সীমাহীন দুর্ভোগে পড়েছে সবশ্রেণির মানুষ। মধ্যবিত্ত ও গরীব পরিবার গুলো খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছে। লাখ লাখ পানিবন্দি অসহায় মানুষ মানবেতর জীবনযাপন করছেন। তাই আর্তমানবতার সেবায় পানিবন্দি ও বন্যাকবলিত অসহায় মানুষগুলোর এ দুঃসময়ে দলমত নির্বিশেষে সবার এগিয়ে আসা উচিত। দেশের সামর্থ্যবান ও বিত্তবান মানুষের প্রতি আহ্বান – আসুন সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে এই অসহায় মানুষের পাশে দাঁড়াই। সমাজের ভিত্তবানরা এই দূর্যোগে এগিয়ে না আসলে মানবিক বিপর্যয় দেখা দেবে অচিরেই। ঐক্যবদ্ধভাবে সবাই হাত বাড়ালে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা ও এই সংকটের পথ পাড়ি দেওয়া সহজ হবে । বিএনপি জনগণের প্রিয় দল। শহীদ জিয়ার আদর্শ ছিল দেশ ও দেশের জনগণের প্রতি দায়িত্ববোধ। তাঁর এই দেশপ্রেমী আদর্শকে ধারন করে বিএনপি নেতাকর্মীরা সকল সময়ে জনগণের বিপদ আপদে পাশে থাকে। সকল দুর্যোগে আমরা সাধারণ মানুষের পাশে ছিলাম, এখনও আছি, আগামীতেও থাকব। আগামীতেও বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার নির্দেশনা বাস্তবায়ন এবং মানবিক দায়িত্ববোধ থেকে আমাদের দায়িত্ব পালন করে যাবো।
তিনি আরো বলেন, এই ফ্যাসিবাদী সরকার গনতন্ত্রকে ডাকাতি করে দীর্ঘ ১৫ বছর ধরে বাংলাদেশের জনগণকে জিম্মি করে রাষ্ট্র ক্ষমতা জোর পূর্বক দখল করে আছে। তারা উন্নয়নের নাম দিয়ে পুরো দেশটাকে গিলে খেয়েছে। অপরিকল্পিত উন্নয়ন আর সাগর সমান দূর্নীতি করে আওয়ামীলীগের নেতাকর্মীর ভাগ্য উনয়ন হলেও বাংলাদেশের জনগনকে পথে বসিয়েছে। সরকারের দূর্নীতির কারনে ব্যাংক থেকে শুরু করে সকল সেক্টরকে পঙ্গু বানিয়ে নিজেরাই বিদেশে হাজার কোটি টাকা পাচার করেছে। বিদেশি রাষ্ট্র ও মানবাধিকার সংস্হা গুলোর কাছে এই ভোট চোর সরকারের সকল অন্যায় স্পষ্ট হয়ে গেছে। ১৪ এবং ১৮ সালের সংসদ নির্বাচনের মত আর জোর করে ক্ষমতায় যাওয়ার সুযোগ পাবে না। বাংলাদেশের গনতন্ত্রকামী জনতাকে সাথে নিয়ে বিএনপি একদফা আন্দোলনের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করবে। অচিরেই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকার গঠন হবে ইনশাআল্লাহ।
আজ (১২ আগষ্ট, শনিবার) পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়ন বিএনপির উদ্দোগে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের এক হাজার অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ সহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণকালে তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আশিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্ব প্রাপ্ত ও পটিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন, পটিয়া উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব মোজাম্মেল হক চৌধুরী, আশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শরীফ উদ্দীন চৌধুরী, বিএনপি নেতা নুরুল হক, মোহাম্মদ জাবেদ চৌধুরী, মোহাম্মদ সেলিম, আবদুল মন্নান, কামাল উদ্দীন, নুরুল আলম। পটিয়া উপজেলা যুবদল নেতা ইয়াসির আরাফাত ইয়াসিন, অহিদুল আলম চৌধুরী পিবলু, মোহাম্মদ ইসমাইল নাসির হাজারী, সাজ্জাদ হোসেন, দিদারুল আলম লিটু, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ ফোরকান, ফখরুদ্দীন, মোহাম্মদ সাদ্দাম, স্বেচ্ছাসেবক দল নেতা খোরশেদ আলম কাসেল, নেজাম উদ্দীন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবু নোমান চৌধুরী লিটন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়ন, রেজাউল করিম মিজান, শ্রমিক দল নেতা মোর্শেদ আলম, সাইফুদ্দিন, কাজী মোবিন, ছাত্রদল নেতা মোহাম্মদ মাহিন, মোহাম্মদ কায়সার, কামাল উদ্দীন, মোহাম্মদ আদর, নিহান, বাপ্পী, প্রমুখ।