শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমে দখলবাজ আইনের আওতায় আনার দাবি

পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমের মন্দির দখলের পায়তারায় ব্যক্তি বিশেষের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার ও পরিচালনা পরিষদ নেতৃবৃন্দদের মিথ্যা মামলায় হয়রানি এবং মন্দিরে আগত ভক্তদের উপর সশস্ত্র হামলাকারী নগরীর শীর্ষ দখলবাজ শচীন্দ্র লাল দে গংদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করলেন পূর্ব বঙ্গ গুরুকুল ব্রহ্মচর্য আশ্রম পরিচালনা পরিষদ।।

আজ ১২ আগস্ট শনিবার দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাব এফ. রহমান হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক উজ্জ্বল পাল চৌধুরী, উপস্থিত ছিলে সেবায়েত শ্রী দুলাল কান্তি দাশ (প্রকাশ গিরীশ সাধু), তীর্থগুরু শ্রীমৎ স্বামী লক্ষীনারায়ন কৃপানন্দ পুরী মহারাজ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও পূর্ববঙ্গ গুরুকুল ব্রহ্মচর্য্য আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি উজ্জ্বল বিশ্বাস, সহ সভাপতি কাজল চৌধুরী, নির্বাহী সম্পাদক বাবুল চৌধুরী, অর্থ সম্পাদক কল্লোল চৌধুরী, রনজিত মল্লিক, রুপন ভট্টাচার্য্য, কনক দাশ, ডা. অমল কৃষ্ণ নাথ, শ্রীমৎ জয়গোপাল ব্রহ্মচারী, মিলন কুমার দাশ, মৃদুল দত্ত, খোকন নাথ, কৃষ্ণ দাশ, কৃষ্ণ প্রসাদ চৌধুরী, প্রকাশ দাশ, অশোক চৌধুরী, স্বপন সর্দ্দার প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, নগরীর শীর্ষ পেশাদার দখলবাজ শচীন্দ্র লাল দে নিজেকে সভাপতি ও সেবায়েত দাবি করে গুরুকুল ব্রহ্মচর্য্য আশ্রমের বিরোধীয় শর্ত প্রচারের মামলায় বিঘœ ঘটাতে পক্ষভুক্ত হওয়ার আবেদন দেশের সর্বোচ্চ আদালত থেকে খারিজ হওয়ায় ক্ষিপ্ত হয়ে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে মন্দির দখলের উদ্দেশ্যে আগত ভক্তবৃন্দদের উপর সশস্ত্র হামলা ও পরিচালনা পরিষদের নেতৃবৃন্দদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। সাম্প্রতিক সময়ে সর্বদিকে পরাজিত হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে ব্যক্তি বিশেষের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার চালিয়ে সহবস্থানে অশান্তি সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পায়তারায় লিপ্ত রয়েছে। এতে তার অতীত রেকর্ড ও বাস্তবতা বিবেচনায় নিয়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থার নিকট জোর দাবি জানান।

আরও পড়ুন