ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যর প্রথম জন্মদিন বলে কথা! তাই আয়োজনে কমতি রাখলেন না অভিনেত্রী পরীমনি। রাজধানীর পাঁচ তারকা হোটেলে ঢাকঢোল পিটিয়েই তা উদযাপন করলেন।
ছেলের এই জন্মদিনের আয়োজনে কত খরচ করলেন পরীমনি? এমন প্রশ্ন অনুরাগী অনেকের মনেই উঁকি দিয়েছে। কোনো লুকোচুরি না রেখেই খরচ জানালেন পরী। অভিনেত্রী জানান, এই অনুষ্ঠানে ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ করেছেন তিনি।
পরীমনি বলেন, ‘আমি অনেক কষ্ট করে এটি জোগাড় করেছি। এই অনুষ্ঠানের জন্য রাজ্যর বাবা পাশে থাকলে এত কষ্ট নিতে হতো না আমাকে। রাজ্যর প্রথম জন্মদিন বলেই এত রাজকীয়ভাবে করার পরিকল্পনা করেন পরী। এ জন্য প্রতি মাসে সঞ্চয় করেছেন বলে জানান নায়িকা পরীমনি।’
পরী বলেন, ‘রাজ্যর প্রথম জন্মদিন পালন করার উদ্দেশ্যে প্রতি মাসেই একটি পরিমাণ টাকা জমিয়েছি আমি। সেই টাকা দিয়ে বাবুর জন্মদিন পালন করছি। রাজ্যর জন্মের পর থেকেই এই উদ্যোগ নিয়েছিলাম। প্রথম দিকে রাজ্যর বাবাও যুক্ত ছিল এই উদ্যোগের সঙ্গে, কিন্তু পরে তো যা হওয়ার তাই হলো। সে চলে গেল। বাবুর প্রথম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। কিন্তু পরিপূর্ণভাবে সেটি আর হলো না।’
ছেলের জন্মদিনের পুরো আয়োজন একা হাতে সামলেছেন পরী। ছেলের জন্মদিনে কোথাও দেখা যায়নি বাবা শরীফুল রাজকে।