শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

আরাফাত রহমান কোকো ছিলেন একজন মেধাবী ক্রীড়া সংগঠক-ডা. শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আরাফাত রহমান কোকো ছিলেন একজন মেধাবী ক্রীড়া সংগঠক।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো রাজনীতিবিদ ছিলেন না, তিনি একজন মেধাবী ক্রীড়া সংগঠক ছিলেন। বিতর্কিত ফখরুদ্দীন-মঈন উদ্দিনের ওয়ান ইলেভেন সরকারের চরম নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছিলেন আরাফাত রহমান কোকো। অতি অল্প সময়ের মধ্যে ক্রীড়াঙ্গনে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের মাধ্যমে আরাফাত রহমান কোকো নিজেকে স্মরণীয় করে রেখেছেন। আরাফাত রহমান কোকো ৫৪ তম জন্মদিনে আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং মহান আল্লাহ তায়ালা যেন তাকে বেহেস্ত নসিব করে এই দোয়া কামনা করছি।
আজ তিনি শনিবার (১২আগষ্ট) বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক মরহুম আরফাত রহমান কোকোর ৫৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আরফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগ দোয়া ও মিলাদ মাহফিল শেষে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন,
অনির্বাচিত জনপ্রতিনিধির কারণে চট্টগ্রামের আজ বেহাল দশা। গতকাল চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত উন্নয়ন সভায় হয়েছে তা আমরা পত্র পত্রিকায় দেখতে পেয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সিডিএ’র চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র উপস্থিত না হয়ে প্রমাণ করেছে তারা জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে না।তারা নিজেদের ভাগ্য উন্নয়নে কাজ করছে। শুধু তাই নয় তারা জনগণের ভোটে নির্বাচিত নয় বলে জনগণের কাছে কোন জবাবদিহিতা নেই। নগর উন্নয়নে তাদের কোন মাথাব্যথা নেই। নগর উন্নয়ন নিয়ে তাদের কোন সুনির্দিষ্ট পরিকল্পনা নেই।সিডিএ দোষছে সিটি কর্পোরেশনকে, সিটি কর্পোরেশন দোষছে সিডিএ’কে। তাদের দুই সংস্থার সমন্বয়হীনতার কারণে আজ নগরবাসী সীমাহীন দুর্ভোগে ভুগছে । তাদের ব্যর্থতার কারণে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

প্রধান বক্তার বক্তব্য চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরফাত রহমান কোকো প্রিয়াঙ্গনে সফলতা নিয়ে এসেছিলেন। কিন্তু ১/১১ মঈন- ফখরুদ্দিনের ষড়যন্ত্রের শিকার হয়ে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিল। আমরা মরহুমার আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করছি। যেন আল্লাহ তাকে জান্নাতবাসী করেন।

আরফাত রহমান কোকো স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি শাহীন হায়াত এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এন মোহাম্মদ রিমনের সঞ্চালন উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির যুগ্ম আহবায়ক শ‌ফিকুর রহমান স্বপন, ইয়া‌ছিন চৌধুরী লিটন, সদস‌্য মনজুরুল আলম চৌধুরী মনজু, কামরুল ইসলাম, উত্তর বেলা যুবদ‌লের সা‌বেক সাধারন সম্পাদক মো. সো‌লেমান মনজু কো‌তোয়ালী থানা বিএন‌পির সাধারন সম্পাদক আলহাজ্ব জা‌কির হো‌সেন, নগর বিএন‌পির সা‌বেক নেতা হাজী নুরুল আকতার, শহীদুল ইসলাম, আবদুল হা‌লিম স্বপন, ওয়ার্ড বিএন‌পির সভাপ‌তি্ আকতার খান, এস এম ম‌ফিজ উল্লাহ, সাধারন সম্পাদক সা‌দেকুর রহমান রিপন, মো জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আলী, আজিজুল হক মাসুম, আব্দুল আহাদ রিপন, যুবদল নেতা মোহাম্মদ সালাউদ্দীন, মোহাম্মদ আলাউদ্দীন, ইদ্রিস আলী, আরফাত রহমান কোকো স্মৃতি সংসদের সহ সভাপতি নাজমুল হায়দার, আবদুল্লাহ আল হাসান সোনামানিক, কিং মোতালেব, এনামউল্লাহ এনাম, রাসেদুল ইসলাম রাসুদ, যুগ্ম সম্পাদক এস এম ইউছুপ, শাহারিয়ার আহমেদ, মোহাম্মদ মাঈনউদ্দিন, সাইফুল ইসলাম সায়েল, মোহাম্মদ সাইফুদ্দীন ওয়াসিম, কাজী মোজাম্মেল হক, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার, মিঠুন দাস, এম এ শুক্কুর, মোহাম্মদ বেলাল, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহাগ হোসাইন, মামুন পাটোয়ারী নীরব,নাজিম উদ্দিন নয়ন, মো সাদ্দাম হোসেন, মোহাম্মদ রিদুয়ান, তৌহিদুল ইসলাম, আবু সৈয়দ রিকু, প্রান্ত বসাক, মো আলাউদ্দিন মনি, মোহাম্মদ জাহেদসহ প্রমুখ নেতৃবৃন্দ।

আরও পড়ুন