শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

রোনালদোর জোড়া গোলে আরব ক্লাব কাপ চ্যাম্পিয়ন আল নাসর

স্পোর্টস ডেস্ক

ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা জিতল আল নাসর। ফাইনালের মঞ্চে আল হিলালকে ২-১ গোলে হারায় দলটি। যদিও শেষ দিকে লম্বা সময় ১০ জনের দলে পরিণত হয়েছিল আল নাসর। তবে জয় পেতে সমস্যা হয়নি।

কিং ফাহাদ স্টেডিয়ামে শনিবার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় সৌদি আরবের দুই ক্লাব আল নাসর ও আল হিলাল। যেখানে এই প্রতিযোগিতা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো আল নাসর।

ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে মাইকেলের গোলে এগিয়ে যায় আল হিলাল। আল নাস্‌রের বিপদ আরও বাড়ে ৭০তম মিনিটে মালকমকে ফাউল করে আল আমরি লাল কার্ড দেখলে। ৭৮তম মিনিটে বেঞ্চে বসে অখেলোয়াড়সুলভ আচরণ করে লাল কার্ড দেখেন দলটির নাওয়াফ বৌসাল।

আরও পড়ুন