শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

চন্দনাইশ সেবন্দিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক উপহার বিতরণ

 

সাম্প্রতিককালে বয়ে যাওয়া ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চট্টগ্রামের বাদুরতলা জান মুহাম্মদ চাকলাদার জামে মসজিদের খতিব ও মুসল্লিদের সৌজন্যে গত ১২ আগস্ট শনিবার চন্দনাইশের সেবন্দিতে মানবিক উপহার প্রদান করা হয়। সেবন্দি সুফিয়া খাতুন তা’লিমুল কোরআন মাদরাসায় বরমা ইউনিয়নের সেবন্দি, বরমা, চরবরমা, মাইগাতা ও বাতাজুরি গ্রামের প্রায় অর্ধশতাধিক পরিবারে মানবিক উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়।
সুফিয়া খাতুন মাদরাসার ভারপ্রাপ্ত পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপহার বিতরণ করেন জান মুহাম্মদ চাকলাদার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন “আল-জামেয়া ইসলামিয়া মোজাহেরুল উলুম” এর কোরআনিক সায়েন্স ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক হাফেজ মাওলানা সৈয়দ মঈনুদ্দীন মনির, রাউলিবাগ বায়তুল আমান মাদরাসার সহ-সভাপতি ও চন্দনাইশ উপজেলা শিশু উন্নয়ন বোর্ডের সদস্য সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, সুফিয়া খাতুন মাদরাসার ট্রেজারার সৈয়দ মহিউদ্দীন আহমদ পারভেজ, বিশিষ্ট সমাজসেবক সৈয়দ তৌহিদুল ইসলাম, বরমা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজীব আচার্য্য, সাংবাদিক এস এম ফারুক ও মাস্টার ফজলুল হক খান।
অনুষ্ঠানে উপস্থিত অর্ধশতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারে নগদ অর্থ এবং মানবিক উপহারের প্যাকেট বিতরণ করা হয়।

আরও পড়ুন