শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

মেঘমল্লার ☘️,,,,,,,,,, ফাতিমা কানিজ

মেঘমল্লার
☘️,,,,,,,,,, ফাতিমা কানিজ

তুমি বৃষ্টি চেয়েছিলে
আমি ভালোবাসতাম মেঘমল্লার।
অরণ্যে ঘেরা নদীটির পাশে
যেখানে দেবদারু দাঁড়িয়ে
তার বুক ছুঁয়ে থাকি।
নরম রোদে বাউরি পাখির উড়াউড়ি
হাত বাড়ালেই মেঘমেদুর জলরাশি।
কাঁচা জোছনার জলরঙে রাঙাই
তার কনকানন্দ বুকের ক্যানভাস,
ঘরপোড়া বাউলের নীলকন্ঠ সুরে
ভিজে যায় আমার কুসুমগন্ধী শরীর।
এক অভিমুন্য প্রতীক্ষার রাতশেষে
নাভিমূলে জন্ম নেয় মায়াবী ঘাস
অধরা কপোলে নষ্ট চুম্বন একেঁ দেয়
ভেজা শ্রাবণে এক কোজাগরী চাঁদ
আমি তখন ছিন্ন মেঘ।
অরণ্যের গায়ে নেমে আসে অলীক ছায়া
পাহাড় চুড়ায় চলে বৃষ্টি উৎসব
ইচ্ছে ডানায় নক্ষত্রের লুকোচুরি
ফিরে এসো একটিবার
অলৌকিক কবিতার আজ জন্মদিন
তোমার ঠোঁটের মাতাল গন্ধ মেখে
আমি হেঁটে যেতে চাই শতাব্দীকাল।

আরও পড়ুন