শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ

চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ করেছেন মামুন উর রশিদ মামুন।তিনি কেন্দ্রের বরাবরে লিখিত পদত্যাগ পত্রটি পাঠান।

পদত্যাগ পত্রে তিনি লিখেন মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার একজন কর্মী হিসেবে দীর্ঘসময় ধরে সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের আহ্বানে দেশরক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে একজন সক্রিয় কর্মী ছিলাম। দল আমাকে ইতিপূর্বে ছাত্রদল চবি শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং তৎপরবর্তীতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করেছিল। আমি আমার সহযোদ্ধাদের সাথে নিয়ে অত্যন্ত নিষ্ঠা এবং কর্তব্যের সাথে অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেছি। এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি এবং আমার সহযোদ্ধাদেরকে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হতে হয়েছে। বিগত ১১/০৮/২০২৩ ইং তারিখ ঘোষিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটিতে ত্যাগী এবং নির্যাতিত সহযোদ্ধাদের মূল্যায়ন করা হয়নি। ঘোষিত এই কমিটির নেতৃত্বে আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের এক দফা দাবী আদায়ের সংগ্রামে ছাত্রদলের কর্মী সহ, সাধারণ ছাত্র/ ছাত্রীদেরকে উদ্বুদ্ধ করে আন্দোলনে ভূমিকা রাখা সম্ভব নয় বলে মনে করছি।
তাই, আমি চবি ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির সিনিয়র সহ সভাপতির পদ হইতে পদত্যাগ করিলাম। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সংগ্রাম এবং ভবিষ্যতের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলনে একজন সক্রিয় কর্মী হিসেবে মাঠে ছিলাম থাকবো এবং আজীবন জিয়া পরিবারের প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস আমার থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হউক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। বাংলাদেশ জিন্দাবাদ।
অতএব, উপযুক্ত বিষয়ের আলোকে আমার পদত্যাগপত্র গ্রহণের মর্জি হয়।

আরও পড়ুন