শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

দূর্বার আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে-এইচএম রাশেদ খান

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খান সরকারের উদ্দেশ্যে করে বলেছেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করুন। আজ শুধু দেশের মানুষ নয়, বিদেশিরাও বলছেন, বাংলাদেশে গণতন্ত্র নেই। সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে । দেশের মানুষ নিজের ভোট নিজে দিতে পারে না।

তিনি আরও বলেন, অতীতে যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনগণ স্বৈরাচার এরশাদ সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিল এবারও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দূর্বার আন্দোলনের মাধ্যমে এ সরকারকে চলে যেতে বাধ্য করা হবে।

১৪ আগষ্ট (সোমবার) বিকালে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনে আগামী ১৯ আগষ্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন, গত দুটি ভোটবিহীন জাতীয় নির্বাচন করার মাধ্যমে এই সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তারা আবারো একটি ভোটারবিহীন নির্বাচনের স্বপ্ন দেখছে। কিন্তু জনগণ এবার আর তাদের ভোটবিহীন নির্বাচনের স্বপ্ন বাস্তবায়ন হতে দিবে না।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আসাদুজ্জামান দিদার, মামুনুর রহমান, হারুন আল রশীদ, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, সিরাজুল ইসলাম ভূঁইয়া, জসিম উদ্দিন রকি,গোলাম সরোয়ার, সহ-সাধারণ সম্পাদক দিদার হোসেন, এমদাদুল হক স্বপন, আবুল হাই, সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন রুবেল, মানবাধিকার সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-দফতর সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ বাকের, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এন.মোহাম্মদ রিমন, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফি, হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ারুল কাফি মুন্না, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন রাজু, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ দুলাল, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুজ্জামান শহীদ, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল আবেদীন মুন্না, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিউদ্দিন রুবেল, ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নোমান সিকদার সোহাগ, বায়োজিদ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মহিউদ্দিন সহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

প্রস্তুতি সভায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ষোলশহর দুই নং গেটস্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে পুস্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করা হয়।

আরও পড়ুন