শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

সরকার জনগণের ভাগ্য উন্নয়নে নয়, নিজেদের ভাগ্য উন্নয়নে কাজ করেছে-ডা.শাহাদাত 

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন,দেশের অর্থনীতি চরম সংকটে। সাধারণ মানুষ অসহায়। প্রতিটি জিনিসের মূল্য আজ দিগুন থেকে তিনগুনি উঠেছে। ডিমের মূল্য, মাছের মূল্য, মাংসের মূল্য, পেঁয়াজসহ কাঁচা শাকসবজির মূল্য চরমভাবে বেড়েছে। দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ নিদারুণ কষ্টের মধ্যে দিন যাপন করছে। বাজার মনিটরিংএ সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। জনগণের কল্যাণে কাজ করছে না। মেগা প্রকল্পের নামে মেঘা দুর্নীতি করছে। এই সরকার জনগণের ভাগ্য উন্নয়নে নয়,নিজেদের ভাগ্য উন্নয়নে কাজ করেছে।

তিনি আজ ১৪ আগস্ট, সোমবার, বিকালে ১১ নং ওয়ার্ড সাগরিকা এলাকায় ভারী বর্ষণে ঘরবন্দী কর্মহীন অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ডা.শাহাদাত হোসেন আরো বলেন, সরকারের বিরুদ্ধে কথা বললেই এখন মামলা হয়।এই দেশে আইনের শাসন নেই। গণতন্ত্রহীনভাবে চলছে এই অবৈধ সরকারের সকল কর্মকান্ড। সরকার বেপরোয়া ভাবে জনগণের সকল অধিকার খর্ব করছে।মিথ্যাচার ও দূর্নীতির কারণে সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদেশের জনগণ এই আওয়ামী লীগ সরকারকে আর ক্ষমতায় দেখতে চাই না। জনগণ চায় নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার। জনগণ এখন চায় যে সরকার দেশের মানুষের ভোটার অধিকার ফিরিয়ে দিবে, ভাতের অধিকার ফিরিয়ে দিবে, কথা বলার অধিকার ফিরিয়ে দিবে।দেশের মানুষ জেগে উঠেছে। সরকারকে এবার বিদায় নিতে হবে। নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি জনগণকে সাথে নিয়ে রাজপথে থাকবে।

ভারী বর্ষণের ফলে ঘরবন্দী কর্মহীন অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজক আনোয়ার হোসাইন এরশাদ সভাপতিত্বে ইসকান্দার মির্জা সঞ্চালন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিদারুল ফেরদৌস দিদার ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ সাইফুল আলম,মো: শফিউল্লাহ, তমাল ধর, আরও উপস্থিত ছিলেন সোলাইমান ,রহিম, রাজু, নাজিম,বেলাল,মাসুম, দেলোয়ার বাবু,ইসমাইল বাবু,রাজিব, বশর, জামাল,মনির, আলো, আরাফাত, নাহিদ,সোহেল, ইমরানসহ থানা,ওয়ার্ড ও অঙ্গসংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ।

 

 

আরও পড়ুন