শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার বেলা ১১টা ৫০ মিনিটে তিনি এ শ্রদ্ধা জানান। এ সময় বিউগলে বেজে ওঠে করুন সুর।

তার শ্রদ্ধা জানানো শেষে কোরআন তেলাওয়াত শুরু হয়। এ সময় তার সঙ্গে শ্রদ্ধা জানাতে শেখ রেহানা উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ১১টায় হেলিকপ্টারযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান শেখ হাসিনা।

এর আগে সকাল সাড়ে ৬টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে রাষ্ট্রপতি এবং পরে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে সকাল ৭টায় রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন