সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘ হায়াত কামনা এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোসহ দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত ও যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আজ ১৫ আগষ্ট (মঙ্গলবার) চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় সংলগ্ন মসজিদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর তত্ত্বাবধানে দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত করেন উক্ত মসজিদের খতিব মাওলানা এহসানুল হক।
দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন সহ-সভাপতি আসাদুজ্জামান দিদার, মজিবুর রহমান,এ্যাড সাইদুল ইসলাম, হারুন আল রশীদ, মামুনুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মূর্তজা খান, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন রকি, সহ-সাধারণ সম্পাদক আকতার হোসেন, দিদার হোসেন, এমদাদুল হক স্বপন, সহ-সাংগঠনিক সম্পাদক ইসহাক খান, সাইফুল আলম দিপু, ইকবাল হোসেন রুবেল,শাহজাহান বাদশা, সাহিত্য সম্পাদক লুৎফর রহমান জুয়েল, তথ্য ও গবেষণা সম্পাদক নুর আলম, কৃষি বিষয়ক সম্পাদক কামরুল হাসান, মানবাধিকার সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ-দফতর সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সহ-পরিবার সম্পাদক জাকির হোসেন মিশু, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এন মোহাম্মদ রিমন, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ দুলাল, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল্লাহ আল হাসান সোনামানিক সহ থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ।