শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

এক দফা দাবিতে ফের আন্দোলনে ৭ কলেজের শিক্ষার্থীরা 

অনলাইন ডেস্ক

সিজিপিএর শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশনের এক দফা দাবি নিয়ে আবারও রাস্তায় নেমেছেন ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১০টা থেকে মিরপুর রোডের রাফিন প্লাজার সামনের ফুটওভার ব্রিজের ওপর জড়ো হতে থাকেন তারা। পরে বৃষ্টি উপেক্ষা করে নীলক্ষেত মোড় অবরোধ করেন তারা।

বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা মিছিল নিয়ে তাদের এক দফা দাবি তুলে ধরেন। এ সময় পুলিশ তাদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানালে তারা স্লোগান দিতে থাকেন, ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’।

শিক্ষার্থীদের দাবিটি হলো- সিজিপিএ সিস্টেম শিথিল করে অকৃতকার্য বিষয়ে মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।

তাদের অভিযোগ, সাত কলেজ ঢাবি অধিভুক্ত হওয়ার পর থেকে তাদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। তা ছাড়া ঢাবি রেজিস্ট্রার ভবনের সেবা দেওয়া হচ্ছে সনাতনী পদ্ধতিতে। সাত কলেজ হওয়ায় এখনো তাদের বাঁকা চোখে দেখা হয়।

আরও পড়ুন