শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির মুক্তির মহানায়ক-মেজর জেনারেল (অবঃ) আলাউদ্দীন ওয়াদুদ বীর প্রতীক

পটিয়ার সন্তান মেজর জেনারেল (অবঃ) আলাউদ্দীন এম এ ওয়াদুদ বীর প্রতীক বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি জাতির মুক্তির মহানায়ক৷ তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশে উন্নয়ন চলছে। আগামীতেও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে হবে।

১৫ আগস্ট (মঙ্গলবার) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২নং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন মেজর জেনারেল অবঃ আলাউদ্দিন ওয়াদুদ বীর প্রতীক।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আ: লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য নেতা তসলিম উদ্দিন রানা, কেন্দ্রীয় আ: লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য সোহাগ চৌধুরী, রফিকুল আমিন রিজভী (রুবেল), নির্বাহী সদস্য – দেশরত্ন পরিষদের নির্বাহী সদস্য ইমতিয়াজ চৌধুরী (ইমন), রাশেদুল আমিন রিজভী (বাবু), নাজমুল হুদা, শুভ সাদিক, এ কে ইমন, যুবলীগ এবং ছাত্রলীগের বিভিন্ন স্থরের নেতারা, ওমর ফারুক, আবদুল্লাহ আল নোমান, মোহাম্মদ রিয়াজ উদ্দিন, আবদুল মাজেদ, জাহেদুল হক, মোঃ আশফাক, সানজিদ আহমেদ ও অন্যান্য সদস্যরা।

আরও পড়ুন