যথাযথ মর্যাদায় এবং ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে পালিত হলো স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী।
চট্টগ্রাম নগরীর নোমান সোসাইটিস্থ ইডিইউর স্থায়ী ক্যাম্পাসে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয় শোক দিবসের আলোচনা সভা। এছাড়া ভোরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা পতাকাদন্ডের এক- চতুর্থাংশ দৈর্ঘ্যের সমান নিচে নামিয়ে স্থাপনকরা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইডিইউর উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান। তিনি বলেন, “বঙ্গবন্ধু কখনো বিশ্বাস করেননি তাঁকে যে তাঁর বাঙালি জাতির কেও হত্যা করতে পারবে। বাঙালি জাতির প্রতি তাঁর ছিল অগাধ বিশ্বাস এবং অনুরাগ। এখানেই তাঁর মহত্ত্ব! একজন নেতা হিসেবে তিনি সর্বদাই অনন্য!”
আলোচনাসভা সভাপতিত্ব করেন ইডিইউরট্রেজারার প্রফেসর শামস-উদ দোহা। জাতির পিতার উদারতা এবং দূরদর্শিতা সম্বন্ধে আলোকপাত করে তিনি বলেন, “বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবাইকে নিজনিজ স্থানহতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। নিজেদের ত্রুটি সংশোধন করে, দেশের ভবিষ্যৎ কে সুন্দরভাবে সাজাতে হবে।”
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাবাসসুম চৌধুরীর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েটডিন অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমউদ্দিন, স্কুল অববিজনেসের অ্যাসোসিয়েটডিন অধ্যাপক ড. রকিবুল কবির, স্কুল অবআর্টসের অ্যাসোসিয়েট ডিন মুহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরি, রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, প্রক্টরমু. আসাদুজ্জামান, অ্যাসোসিয়েট প্রফেসর ড. রাশেদ আলকরিম, অ্যাসোসিয়েট প্রফেসর ড. ইশতিয়াক আজিজ জাহেদ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অনন্যানন্দী। আলোচনা অনুষ্ঠান শেষে ইডিইউ ছাত্র-ছাত্রী কর্তৃক নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।