শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

১৫আগষ্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি পালিত

২১নং জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ১৪ আগষ্ট রাত ১২.০১মিনিটে নগরীর চেরাগি পাহাড় চত্বরে ১৫আগষ্ট জাতির জনকের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ওয়ার্ড সভাপতি আবুল হাশেম বাবুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়ার পরিচালনায় এক মিনিট নিরবতা পালন ও ৪৮টি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে জাতির পিতাকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, ১৫ আগষ্ট সকাল ১০টায় জামাল খানস্থ প্রেস ক্লাব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করা হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচিতে অংশ গ্রহণ, ওয়ার্ডের তিনটি ইউনিটের স্ব স্ব মসজিদ প্রাঙ্গণে খতমে কুরআন পাঠ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়, সমগ্র কর্মসূচিতে ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং তিনটি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক, ওয়ার্ডের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত থেকে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবসের কর্মসূচি সমূহ সফল ভাবে পালন করা হয়।

আরও পড়ুন