এবারেও জাতীয় শোক দিবসে চট্টগ্রামের নাগরিক সমাজ নাগরিক শোক যাত্রা করেছেন। গত কয়েক বছর ধরে চট্টগ্রামে জাতীয় শোক দিবসে এই শোক যাত্রা করে আসছে চট্টগ্রাম নাগরিক উদ্যোগ।
এবারের শোক যাত্রা পরবর্তী সমাবেশ থেকে বঙ্গবন্ধু হত্যাকান্ডের কুশীলবদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করতে জাতীয় কমিশন গঠনের দাবি পুণর্ব্যক্ত করেছেন চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়ক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।
শোকযাত্রায় অংশ নিতে এসে সমাবেশ একাত্মতা জানিয়ে পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম শাখার সভাপতি প্রফেসর ডা একিউএম সিরাজুল ইসলাম বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করার দাবি জানান। একই সাথে আগামী দিনে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করতে নাগরিক সমাজের প্রতি আহ্বান জানান তিনি।
পেশাজীবী নেতা ডা একিউএম সিরাজুল ইসলাম আরও বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে দিয়ে গেছেন। নাগরিক হিসেবে এখন আমাদের দায়িত্ব রয়েছে ।এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, জাতীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা করার পবিত্র দায়িত্ব প্রত্যেক নাগরিকের রয়েছে। জাতির পিতার শাহাদাত বার্ষিকীতে এই চেতনা ধারণ করতে পারলেই বঙ্গবন্ধু ও সেদিনের শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানো হবে ।
শোক যাত্রাটি শুরু হয় সকাল ঠিক সাড়ে দশটায়। শোক যাত্রায় বিভিন্ন শ্রেণী পেশা ও ধর্মের মানুষ অংশ নেন।
নাগরিক শোকযাত্রা শেষের সমাবেশ থেকে সভাপতির বক্তব্যে সংগঠনের আহ্বায়ক, নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী আরো বলেছেন, বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করে বাংলাদেশে রাজনীতি করতে না পারার বিধান করতে হবে। নতুন প্রজন্মের কাছে কালিমা মুক্ত দেশ দিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জাতীয় নেতৃত্বের কাছে দাবি জানিয়েছেন তিনি।
তিনি বলেছেন, ‘জাতীয় মর্যাদার স্বার্থেই বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিরোধী যে কোন অপশক্তিকে নিশ্চিহ্ন করতে হবে । ‘
চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয় নাগরিক শোকযাত্রাটি । শোক যাত্রা শেষে অনুষ্ঠিত হয় সমাবেশ।
চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়ক ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে সমাবেশটিতে বক্তব্য রাখেন পেশাজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রাম এর সভাপতি প্রফেসর ডা. একিউএম সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শিক্ষাবিদ গবেষক প্রফেসর ড. মুহাম্মদ ইদ্রিস আলী, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস’র চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের চৌধুরী, ইন্জিনিয়ার্স ইনস্টিটিউট চট্টগ্রাম এর সাবেক চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন, পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম-এর অর্থ সম্পাদক ও বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী, কবি আশীষ সেন, বিশিষ্ট শিক্ষাবিদ বৃজেট ডায়েস, জেলা আইনজীবী সমিতির সাধারণ সাবেক সাধারণ সম্পাদক ও দ্রুত বিচার আদালতের স্পেশাল পিপি এডভোকেট অশোক দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা খোরশেদুল আলম শামীম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, খেলাঘর মহানগরীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, মহানগরী পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ,মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি ও চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী, সাবেক ছাত্রনেতা শফিউল আজম জিপু, চাঁদের হাট সভাপতি ইফতেখার উদ্দিন জাবেদ, আশরাফ আলী সাগর, সাদ্দাম হোসেন, ইমরান সোহেল।
চট্টগ্রাম নাগরিক উদ্যোগ প্রতিবছর ধারাবাহিক এই শোক যাত্রার উদ্যোগ গ্রহণ করে আসছে। করোনা মহামারীর কারণে মধ্যিখানে দুই বছর এই শোকযাত্রা করা যায়নি।
নাগরিক শোক যাত্রার উদ্যোক্তা পেশাজীবী নাগরিক সংগঠক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী সমবেত সকল শ্রেণী পেশার মানুষকে কৃতজ্ঞতা জানান এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে এগিয়ে যাওয়ার অনুরোধ জানান।