হুট করে বিয়ে খবর জানান ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সাড়ে ৮ বছরের প্রেমের পর গত শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তিনি। এবার জানা গেল, বিয়ের দুদিন পরই স্বামী শেখ রেজওয়ানকে নিয়ে হানিমুনে গিয়েছেন এই তারকা। আর একান্ত সময় কাটানোর জন্য তারা বেছে নিয়েছেন মালদ্বীপকে।
এদিকে, গেল সোমবার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর নিজের ফেসবুকে বর রেজওয়ানের সঙ্গে বেশ ক’টি ছবি শেয়ার করেন ফারিণ। বিয়ের নতুন ছবি ছাড়াও সেই তালিকায় ছিল পুরনো ছবি।
সেসময় ফারিণ জানান, রেজওয়ানের সঙ্গে তার প্রেমের শুরু কলেজ জীবন থেকে। অভিনয় জগতে পা রাখার পর জীবন দ্রুত বদলে যায়। আর এই সময়টাতেও ছায়া হয়ে পাশে ছিলেন রেজওয়ান।
জানা গেছে, হানিমুনে শেশ করে চলতি সপ্তাহে দেশে ফিরবেন ফারিণ। আর যোগ দেবেন কাজে।