শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

চবির মূল ফটকে ছাত্রলীগের তালা,দাবী মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির দাবিতে মূল ফটকে তালা দিয়েছে ছাত্রলীগের দুইটি গ্রুপ। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সাড়ে ৪টার দিকে জিরো পয়েন্টে বিজয় ও ভিএক্স উপ গ্রুপের নেতাকর্মীরা তালা দিয়ে বিক্ষোভ শুরু করে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ জুলাই রেজাউল হক রুবেলকে সভাপতি ও ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করে চবি ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। দ্রুত সময়ের মধ্যে এই কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু দুই সদস্যের কমিটিই তিন বছর পার করে দেয়; যদিও কমিটির মেয়াদ এক বছর। আর তিন বছর পর এসে গত বছরের আগস্টে ৩৭৫ সদস্য দিয়ে কমিটি পূর্ণাঙ্গ করা হয়। তবে এর পরেরদিনই ঘোষিত কমিটিতে পদবাণিজ্য ও অছাত্রদের রাখার অভিযোগে এনে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে ছাত্রলীগের বিভিন্ন গ্রুপ।
ভিএক্স উপ গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেম, চবি ছাত্রলীগের এক বছরের কমিটি চার বছর শেষ করেছে। বর্তমানে মেয়াদোত্তীর্ণ এ কমিটি। সভাপতির বিতর্কিত কর্মকাণ্ডে এ সংগঠন কলুষিত হয়েছে। কমিটি গঠনের পর থেকে পজিটিভ কোনো কাজকর্মে সভাপতি ছিল না। ব্যর্থতারও পরিচয় দিয়েছি সাধারণ সম্পাদক। এই সংগঠনের ভঙ্গুর পরিস্থিতিতে গতকাল ছাত্রদল ক্যাম্পাসে মিছিল করেছে। এসব কারণে বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির দাবিতে নেতাকর্মীরা তালা দিয়েছে। সমাধান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

আরও পড়ুন