বাংলাদেশ থেকে প্রচুর শিক্ষার্থী প্রতি বছর বিভিন্ন দেশে পড়তে যান। বিদেশে পড়ার জন্য বেশিরভাগেরই পছন্দ ইউরোপ, আমেরিকা। কিন্তু এসব দেশে লেখাপড়ার খরচ অন্যান্য দেশের তুলনায় বেশি। তাই অনেকেই একটু কম খরচে পড়াশোনার জন্য বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় খোঁজ করেন। এমনই কয়েকটি দেশ সম্পর্কে জানুন যেখানে গেলে আপনি কম খরচে উচ্চশিক্ষা পেতে পারেন।
চীন
বাংলাদেশি ছাত্রদের জন্য পড়াশুনার সবচেয়ে ভালো জায়গা হতে পারে চীন। পড়াশোনা, থাকা খাওয়ার খরচ সহ এমনকি যাতায়াত ভাড়া অন্তর্ভুক্ত স্ক্লারশিপ পেতে পারেন আপনি এই দেশে। শর্ত একটাই, চীনা ভাষা জানতে হবে। যারা চীনা ভাষা জানেন না তাদের জন্যও সুযোগ আছে।
বিদেশি শিক্ষার্থীদের সুবিধার জন্যই রয়েছে চীনা ভাষার সহজ রূপ ফিনইন , যেখানে ইংরেজি বর্ণমালা ব্যবহার করে আধুনিক ম্যান্দারিন শেখানো হয়। এই পদ্ধতিতে আপনি অল্প দিনেই শিখে নিতে পারেন চীনা ভাষা।
জার্মানি
বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের জন্য কম খরচে বা প্রায় বিনা খরচে ভালো সাবজেক্টে পড়ার দ্বিতীয় সেরা সুযোগ হল জার্মানিতে। তবে এখানেও আপনি সবচেয়ে ভালো সুযোগ পাবেন জার্মান ভাষা জানা থাকলে। কারণ বেশিরভাগ উন্নত কোর্সগুলো হয় সে দেশের স্থানীয় ভাষাতে।
জার্মানিতে পাবলিক ইউনিভারসিটিতে আন্ডারগ্র্যাজুয়েট কোর্স করতে কোন টিউশন ফি নেই। আপনাকে সামান্য কিছু এডমিনিস্ট্রেটিভ ফি দিতে হবে, বছরে একশ পঞ্চাশ থেকে তিনশ ইউরো। এক্ষেত্রে অবশ্য বাডেন-ওয়ারটেমবারগ স্টেট ব্যাতিক্রম। এরা ২০১৭ সাল থেকে ইউরোপিয়ান ইউনিয়ন এর বাইরের দেশ থেকে আসা ছাত্রদের কাছ থেকে টিউশন ফি রাখে । ভবিষ্যতে হয়তো অন্যান্য স্টেটেও এ নিয়ম চালু হতে পারে, তাই সময় থাকতেই আপনার সু্যোগ লুফে নিন।
তবে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ঠিকই টিউশন ফি নেয়-এ ক্ষেত্রে সতর্ক থাকবেন। থাকা খাওয়ার খরচ আপনার, যদি না ভাল কোন স্কলারশিপ এর ব্যবস্থা করে যান। মুনিক ও বারলিন শহরে থাকার খরচও তুলনামূলকভাবে কম।
ফ্রান্স
খুব কম খরচে আপনি পড়তে পারেন ফ্রান্সের ইউনিভার্সিটিতে। কারণ ফ্রান্সের টিউশন ফি অন্যান্য দেশের তুলনায় অনেক কম। ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে খরচ হবে ৩,১০০ আমেরিকান ডলারের মত। তবে বড় বড় ইউনিভারসিটিগুলোতে এই খরচ আরও বেশি হবে। কিন্তু এর সাথে বেড়েছে ছাত্রদের জন্য বরাদ্দ স্কলারশিপের পরিমাণও। তবে জার্মানির মত এখানেও ফ্রি সাবজেক্টগুলো শেখানো হয় মূলত স্থানীয় ভাষায়। তবে গ্রাজুয়েট লেভেলে ইংরেজিতে পড়ার সুযোগ ক্রমেই বাড়ছে।
ইতালি
সভ্যতার ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় রোমানদের হাতে লেখা। সেই রোমানদের দেশ ইতালি শিক্ষার জন্য বেশ জনপ্রিয়। তবে এখানকার বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি তুলনামূলকভাবে বেশি। সেক্ষেত্রে একাডেমিক সাফল্যের সাথে বিভিন্ন যোগ্যতাকেও প্রাধান্য দিয়ে ছাত্রবৃত্তি, লোন, বেতন হ্রাসের ব্যবস্থা করে তারা। থাকা-খাওয়ার জন্য খরচটাও অন্য ইউরোপীয় দেশের তুলনায় বেশি, বছরে ১৪ হাজার ডলারের মত। রাজধানী রোম, বিখ্যাত শহর মিলান ছাড়াও আরো বেশ কিছু শহর শিক্ষার্থীদের জন্য পছন্দের জায়গা।
গ্রিস
ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশের ছাত্ররা বিনা খরচে পড়তে পারে গ্রিসে। বাংলাদেশ যদিও এই সুবিধার অন্তর্ভুক্ত নয়, তবুও এ দেশি ছাত্র-ছাত্রীরা অনেক কম খরচে পড়তে পারবে। বছরে ১,৫০০ থেকে ২,০০০ ডলারের মত খরচ হতে পারে। গ্রিসে জীবনযাত্রার খরচও অন্যান্য ইউরোপিয়ান দেশের তুলনায় কম। বিদেশে বিনা খরচে পড়াশুনা করার জন্যে তাই গ্রিস থাকতে পারে আপনার পছন্দের তালিকায়।