শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আহলে সুন্নাতের নগদ অর্থ বিতরণ

আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের চেয়ারম্যান মোনাজেরে আযম পীরে ত্বরিক্বত আল্লামা অধ্যক্ষ শেখ মুহাম্মদ আবদুল করিম সিরাজনগরী (মু.জি.আ) এবং মহাসচিব পীরে তরিক্বত হযরতুলহাজ¦ আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরীর (মু.জি.আ) পক্ষ থেকে আহলে সুন্নাত প্রবাসী পরিষদ ইউ.এ.ই রাস আল খাইমা শাখার সার্বিক সহযোগিতায় চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। ১৬ আগষ্ট চন্দনাইশ উপজেলার চাগাচর, দোহাজারী, জামিরজুরী, সাতবাড়ীয়া, বরকল ও বরমা ইউনিয়ন এবং সাতকানিয়া উপজেলার লোহাগাড়া, সাতকানিয়া কেওচিয়া, মৈশামুড়া, আমিলাইশ ইউনিয়ন পরিষদ এলাকায় এই নগদ অর্থ বিতরণ করেন আহলে সুন্নাত প্রবাসী পরিষদ ইউ.এ.ই রাস আল খাইমা শাখা, যুব পরিষদ ও ছাত্র পরিষদের নেতৃবৃন্দের মধ্যে মুহাম্মদ আয়ুব তাহেরি, মাওলানা নাজিম উদ্দীন নূরী, মুহাম্মদ কামাল উদ্দিন, মাওলানা খোরশেদ রেজা, মিটন, ইলিয়াছসহ অসংখ্য নেতৃবৃন্দ। এ ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজ প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন