আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের চেয়ারম্যান মোনাজেরে আযম পীরে ত্বরিক্বত আল্লামা অধ্যক্ষ শেখ মুহাম্মদ আবদুল করিম সিরাজনগরী (মু.জি.আ) এবং মহাসচিব পীরে তরিক্বত হযরতুলহাজ¦ আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরীর (মু.জি.আ) পক্ষ থেকে আহলে সুন্নাত প্রবাসী পরিষদ ইউ.এ.ই রাস আল খাইমা শাখার সার্বিক সহযোগিতায় চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। ১৬ আগষ্ট চন্দনাইশ উপজেলার চাগাচর, দোহাজারী, জামিরজুরী, সাতবাড়ীয়া, বরকল ও বরমা ইউনিয়ন এবং সাতকানিয়া উপজেলার লোহাগাড়া, সাতকানিয়া কেওচিয়া, মৈশামুড়া, আমিলাইশ ইউনিয়ন পরিষদ এলাকায় এই নগদ অর্থ বিতরণ করেন আহলে সুন্নাত প্রবাসী পরিষদ ইউ.এ.ই রাস আল খাইমা শাখা, যুব পরিষদ ও ছাত্র পরিষদের নেতৃবৃন্দের মধ্যে মুহাম্মদ আয়ুব তাহেরি, মাওলানা নাজিম উদ্দীন নূরী, মুহাম্মদ কামাল উদ্দিন, মাওলানা খোরশেদ রেজা, মিটন, ইলিয়াছসহ অসংখ্য নেতৃবৃন্দ। এ ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজ প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।