শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

লন্ডনে বাংলাদেশ বৌদ্ধ বিহার এর কঠিন চীবর দানোৎসব ২৬ নভেম্বর উদযাপনের সিদ্ধান্ত

যুক্তরাজ্যের লন্ডনে অবস্হিত প্রথম বাংলাদেশী বৌদ্ধ বিহার Bangladesh Buddhist Temple & Meditation Centre UK (বাংলাদেশ বৌদ্ধ বিহার ইউকে) তে প্রথমবারের মতো দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হতে যাচ্ছে আগামী ২৬শে নভেম্বর ২০২৩, রবিবার।

ভদন্ত আনন্দ ভিক্ষুকে প্রধান উপদেষ্টা , ডঃ অরুনজ্যোতি মহাথের ও ভদন্ত অমিতানন্দ ভিক্ষুকে সম্মানিত উপদেষ্টা করে কঠিন চীবর দান উদযাপন পরিষদ ২০২৩ গঠিত হয়েছে।
এতে তুষার বড়ুয়া- আহবায়ক, পার্থ প্রতিম বড়ুয়া ও টিপলু বড়ুয়া- যুগ্ন আহবায়ক, চন্দন বড়ুয়া- সমন্বয়কারী, শীলময় বড়ুয়া শীপন ও অজিত বড়ুয়া – অর্থসচিব , রিপন বড়ুয়া- প্রধান প্রতিনিধি ও বিপ্লব কিশোর বড়ুয়াকে সহকারী প্রতিনিধি করে ৩২ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি ঘোষনা করা হয়েছে।

যুক্তরাজ্য ও যুক্তরাজ্যের বাইরে অবস্হানরত সকল বাংলাদেশী দের আমন্ত্রণ জানানো হয়েছে এই মহাপূণ্যানুষ্ঠানে ।

আরও পড়ুন