শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

চন্দনাইশে সমাজসেবা দপ্তরের অনুদানের চেক বিতরণ

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়াসহ দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত চন্দনাইশের ৪৭ জন রোগীকে মোট ২৩ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
উপজেলা সম্মেলন কক্ষে ১৭ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী জিমরান মোহাম্মদ সায়েক, চন্দনাইশ পৌরসভার মেয়র আলহাজ্ব মাহবুবুল আলম খোকা, ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রূপা, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরো, মাঠ কর্মকর্তা শফিউল আজিম প্রমুখ।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন