ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম আজ ১৯ আগষ্ট (শনিবার) চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকার ২৫টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করে। ইসকপ সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন’র সভাপতিত্বে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, পরিষদ এর সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শামসুদ্দীন আহমদ মির্জা। এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সহ সভাপতি আলহাজ¦ আবুল হোসাইন, সহ সাধারণ সম্পাদক আলহাজ¦ শফিউল আলম ছুবহানী, অর্থ সম্পাদক আলহাজ¦ নাজিম উদ্দীন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আ ন ম আব্দুশ শাকুর, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ সাইফুল্লাহ, ইসকপ কর্মকর্তা মোহাম্মদ হামিদ হোসাইন আজাদ, মুহাম্মদ সিরাজুল ইসলাম খান, মোহাম্মদ হোসাইন প্রমূখ।
অনুষ্ঠানে ইসকপ নের্তৃবৃন্দ বলেন, ইসলাম সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম সমাজের দুঃস্থ অসহায় নারী পুরুষকে স্বাবলম্বী করার লক্ষে প্রতি বছর সেলাই মেশিন বিতরণ করে থাকে। ইসকপ’র সেলাই মেশিন পেয়ে নগরীর বহু দুঃস্থ বিধবা নারী নিজেদেরকে স্বাবলম্বী করতে সক্ষম হয়েছে।
নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত সুবিধা বঞ্চিত নারী পুরুষদের বলেন, আজকে যারা সেলাই মেশিন পাবেন তারা এই সেলাই মেশিন দিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। পরিবারে আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। নেতৃবৃন্দ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম’র সমাজ সেবামূলক কাজে সার্বিক সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।