শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫ কোটি ৭৮ লাখ ৯ হাজার ৩২৫ টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার ৫ কোটি ৭৮ লাখ ৯ হাজার ৩২৫ টাকা পাওয়া গেছে। একইসঙ্গে দানবাক্স থেকে বৈদেশিক মুদ্রা ও সোনা-রূপার গহনা পাওয়া গেছে। এবার দানবাক্সে পাওয়া অর্থ আগের সকল রেকর্ড ভঙ্গ করেছে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।

আজ শনিবার সকালে মসজিদের আটটি দানবাক্স খোলা হয়। দানবাক্সের অর্থ গণনায় প্রায় ২২০ জনের একটি দল অংশ নিয়েছিল। শনিবার রাত ৯টার দিকে অর্থ গণনা শেষ হয়। পরে টাকা স্থানীয় রূপালী ব্যাংকে জমা করা হয়।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সর্বশেষ গত ৬ মে মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। তখন ১৯ বস্তায় ৫ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা এবং বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা পাওয়া গিয়েছিল। এছাড়া চলতি বছরের ৭ জানুয়ারি ৩ মাস ১ দিন পর দানবাক্স খোলা হয়েছিল। ২০টি বস্তায় তখন ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা এবং বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা পাওয়া যায়।

আরও পড়ুন