শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

আশরাফুলের সঙ্গে দুবাইয়ে সোনার দোকান উদ্বোধন করলেন সাকিব

লঙ্কা প্রিমিয়ার লিগ শেষ করে দুবাই উড়ে গেছেন সাকিব আল হাসান। সেখানে রবিবার একটি সোনার দোকান উদ্বোধন করেছেন বাংলাদেশ অধিনায়ক। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

সাকিব ও আশরাফুল দুবাইয়ের বিখ্যাত সোনার বাজার ‘গোল্ড সুকে’ সোনার কারবারি প্রতিষ্ঠান এনআরআই জুয়েলারির হোলসেল কার্যালয় উদ্বোধন করেন। সাকিব এ সময় প্রবাসী বাংলাদেশিদের সততার সঙ্গে ব্যবসা করার আহ্বান জানান।

এর আগে এ বছরের মার্চে দুবাইয়েই আরেকটি সোনার দোকান উদ্বোধন করতে গিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন সাকিব। সেই প্রতিষ্ঠানের মালিক ছিলেন বিতর্কিত বাংলাদেশি ব্যবসায়ী আরাভ খান। পাঁচ মাসের ব্যবধানে আরেকটি সোনার দোকান উদ্বোধন করতে গেলেন তিনি।

সাকিব আগে থেকেই বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। তামিম ইকবাল সড়ে দাঁড়ানোয় ওয়ানডের নেতৃত্বও এখন তার কাঁধে। অর্থাৎ তিন ফরম্যাটেই এখন বাংলাদেশের অধিনায়ক তিনি।

বাংলাদেশের পরবর্তী মিশন এশিয়া কাপ। এরপর রয়েছে বিশ্বকাপ। সাকিব গতকাল সোনার দোকান উদ্বোধনের সময় উপস্থিত ভক্ত সমর্থকদের কাছে এই দুই আসরের জন্য দোয়া চান।

সাকিব বলেন, ‘সামনে আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপ। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা ভালো খেলতে পারি।’

বাংলাদেশ দল এরই মধ্যে এশিয়া কাপের প্রস্তুতি শুরু করেছে। চূড়ান্ত দল ঘোষণা হয়েছে আগেই। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ও পরে লঙ্কা প্রিমিয়ার লিগের জন্য শুরু থেকে ক্যাম্পে থাকতে পারেননি সাকিব। তবে আজ বিকেলেই তার দেশে ফেরার কথা।

শ্রীলঙ্কা ও পাকিস্তানে এশিয়া কাপ শুরু হবে ৩০ আগস্ট। বাংলাদেশের প্রথম ম্যাচ পরদিন, শ্রীলঙ্কার বিপক্ষে। গ্রুপে তাদের দ্বিতীয় ও শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ৩ সেপ্টেম্বর।

এশিয়া কাপ খেলতে ২৬ আগস্ট শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

আরও পড়ুন