শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হলে তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে তুলতে হবে-শামীম

কেন্দ্রীয় বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হলে তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে তুলতে হবে। যারা দীর্ঘদিন ধরে জেল-জুলুম হামলা মামলা সহ্য করে দলের জন্য মেধা শ্রম দিয়েছেন এবং রাজপথের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদেরকে যথাযথ সম্মান দেখানোর পাশাপাশি নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হবে। দলের পদ নিয়ে ঘরে বসে থাকা নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা নেয়া হচ্ছে। কোন আঁতাতকারী নেতা দলে স্হান পাবে না। বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হলে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি সোমবার (২১ আগষ্ট) বিকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির দোস্ত বিল্ডিংস্হ দলীয় কার্যালয়ে দক্ষিণ জেলার আওতাধীন আনোয়ারা উপজেলা, দোহাজারী পৌরসভা ও উত্তর সাতকানিয়া বিএনপির নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাহবুবের রহমান শামীম আরও বলেন, বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার প্রশাসন, বিচার বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছে। তারা খালেদা জিয়াকে ভয় পায় বলেই বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না। আওয়ামীলীগ এখন বেহায়া দল হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি পেয়েছে। গনতন্ত্র হত্যাকারী, দেশের সম্পদ লুন্ঠনকারী এই সরকারকে জনগণ আর এক মূহুর্তও ক্ষমতায় দেখতে চাই না। তাদের গনতন্ত্রের খোলসে ফ্যাসিবাদী আচরণে মানুষ আতঙ্কিত। বিএনপির একদফা আন্দোলনের মাধ্যমে এই ভোট চোর সরকারকে ক্ষমতা থেকে সরাতে হলে বিএনপি নেতাকর্মীদেরকে সর্বোচ্চ ছাড় দিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। অচিরেই জনগনের ইচ্ছার প্রতিফলন হবে এবং গনতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাআল্লাহ।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, আমাদের লক্ষ্য হল আগামীদিনে সাংগঠনিক প্রক্রিয়াকে আরও এগিয়ে নিতে, দৃঢ়ভাবে উদ্যোগ নিজেদের হাতে নেওয়া এবং শক্তিশালী রাজনৈতিক ভিত্তি প্রতিষ্ঠা করা। এর জন্য আমাদের প্রস্তুত হতে হবে। ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল সংগঠন গড়ে তুলে জগদ্দল পাথরের নীচে চাঁপা পড়ে থাকা গনতন্ত্রকে পুনরুদ্ধার করতে রাজপথের আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম বলেন, অবৈধ আওয়ামী সরকারের হাত থেকে গনতন্ত্র পুনরুদ্ধার করতে হলে রাজপথের পরিক্ষিত নেতাদের হাতেই সংগঠনের দায়িত্ব দিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনতে এবং নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবী প্রতিষ্ঠা করার জন্য নেতাকর্মীদেরকে সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে। দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে একদফা আন্দোলনকে শতভাগ সাফল্য আনতে আমাদেরকে ঐক্যের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের জনগণ বিএনপির সাথে আছে। গনতন্ত্রকে পুনরুদ্ধার করতে কেন্দ্রীয় বিএনপি নির্দেশিত আন্দোলন কর্মসূচি গুলোকে শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ।

চট্টগ্রামের দোস্ত বিল্ডিংয়ে দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন, এম মন্জুর উদ্দীন চৌধুরী, মোস্তাফিজুর রহমান, আবু মোঃ নিপার, এড, ফৌজুল আমিন, ভিপি মোজাম্মেল, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, হুমায়ুন কবির আনসার, অধ্যাপক এহসানুল মৌলা, মঈনুল আলম ছোটন, আনোয়ারা উপজেলা বিএনপি নেতা ইলিয়াস কাঞ্চন, উত্তর সাতকানিয়া উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন, আপিল উদ্দীন আহমেদ, শফিকুল ইসলাম রাহী, ইলিয়াস বাবুল, গাজী মোঃ ফোরকান, মাষ্টার ফরিদুল আলম, দোহাজারী পৌরসভা বিএনপি নেতা কামাল উদ্দীন, টপটেন কামাল উদ্দীন, বাবু খাঁন, আবদুল হাকিম, নাছির উদ্দীন, শামশুল ইসলাম, ফয়েজ উদ্দীন, মীর হোসেন মিয়া, এসএম অলিদুল হুদা ওয়ালিদ, আবদুচ ছাত্তার সানি, উত্তর সাতকানিয়া বিএনপি নেতা শাহাদাত হোসেন চৌধুরী, আরমান হোসেন, নাসির উদ্দীন, মোঃ তসলিম উদ্দীন, মোঃ সেলিম উদ্দীন, জসীম উদ্দীন, ওসমান আলী, শামশুল আলম প্রমূখ।

আরও পড়ুন