শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

তুমি বৃষ্টি চেয়েছো বলে @ মুনিয়া আফরিন তৃষা

তুমি বৃষ্টি চেয়েছো বলে

@মুনিয়া আফরিন তৃষা

তুমি বৃষ্টি চেয়েছো বলে
আমি পাখা মেলেছি মেঘ হয়ে,
মুক্তির ডানায় নীল আকাশের বুকে।
ডানাগুলো বড্ড ভারী হয়েছে উড়তে উড়তে
ক্লান্ত বড় ক্লান্ত হয়েছি এই আমি ,
ঝরবো অঝর ধারায় বৃষ্টির সুরে সুরে।

সেই গান সেই সুর ,শব্দ নুপূর
ছুঁয়ে যাবে কি ,তোমার গহন দুপুর!
বিদ্যুৎ চমকে দেহের নিরব আমন্ত্রনে,
বর্ষায় ভিজে যাবে তুমি,
ভিজে যাবে সমুদ্রজল
গহন গোপন শব্দের ঝংকারে।

অবিরাম সমুদ্র দোলা
অশেষ গোপন খেলা,
তুমি আমি দুলে যাবো
ঝড় জল অবিরাম বর্ষনে।

যেখানে ফুটে রবে কেয়া কেতকি
বিস্তীর্ণ মনের প্রান্তরে,
আমি বৃষ্টির জল ,তুমি গহন দুপুর
ছন্দে ছন্দে বেজে চলা নৈঃশব্দ্যের নুপূর ।

আরও পড়ুন