শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

জাপার চেয়ারম্যান রওশন খবরটি ‘ভুয়া’: চুন্নু

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন। তবে বিষয়টিকে ‘হাস্যকর’ এবং ‘ভুয়া’ বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু।

জানতে চাইলে  তিনি বলেন, ‘এই খবর ভুয়া। আমাদের দলের গঠনতন্ত্রে এইভাবে কারও চেয়ারম্যান হওয়ার সুযোগ নেই।’

মজিবুল হক চুন্নু আরও বলেন, ‘যাদের স্বাক্ষর করার কথা বলা হচ্ছে, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলছেন, তাদেরকে ব্লাকমেইল করা হয়েছে। গত বছর রওশন এরশাদ চিকিৎসা শেষে যখন দেশে এসেছিলেন তাকে দেখতে গিয়েছিলেন, তখন এসব স্বাক্ষর নেওয়া হয়েছিল। কোনো সভায় তাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে অনুরোধ করেনি। দলের বর্তমান চেয়ারম্যান জি এম কাদের। তিনি এটি শুনে ‘‘হাস্যকর’’ বলেছেন।’

আরও পড়ুন