লোককলা চর্চা কেন্দ্রের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচী আগ্রাবাদ নিপ্পন একাডেমী মিলনায়তনে ২১ আগস্ট বিকেল ৪টায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জাতীয় পতাকা ও সংগঠন পতাকা উত্তোলন করে কর্মসূচীর উদ্বোধন করেন সাবেক জাপানের অনারারী কনস্যুলার বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ নুরুল ইসলাম এবং সংগঠনের পরিচালক বিশিষ্ট গবেষক ভাস্কর ডি.কে. দাশ মামুন। বিশিষ্ট সংগঠক বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুরুতে স্বাগত ভাষণ রাখেন সাংবাদিক বেলায়েত হোসেন।
সম্মানিত অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- বর্ষীয়ান লোককবি কবিয়াল আবদুল লতিফ, ডর্রপ বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর শৌল বৈরাগী, বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী, সমাজসেবী মাসুম আখতার, বিশিষ্ট ইসলামী গবেষক মোঃ হোসেন, ব্যাংকার দুলাল কান্তি বড়–য়া, লায়ন উজ্জ্বল কান্তি বড়–য়া,, ব্যাংকার নুরুল আরশাদ চৌধুরী, রাজনীতিবিদ হাবিবুর রহমান হাবিব, শিল্পী সমীর চন্দ্র সেন, কবিয়াল হরিপদ দেয়ারী, মোঃ ফরহাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা এড. মেজবাহ উদ্দীন, সঞ্চিতা পাল, সংগঠক নিবেদিতা আচার্য্য, সংগঠক তাজুল ইসলাম রাজু, বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী এবং সমাজসেবী মোঃ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, আকাশ সংস্কৃতির আগ্রাসনের প্রবল উত্তাপে বাঙালি জাতির হাজার বছরের সংস্কৃতিক আজ বড় ¤্রীয়মান ধারায় যেন প্রবাহিত হচ্ছে। আমাদের নিজস্ব সংস্কৃতিতে লালন, চর্চা ও পরিপোষণ-পরিপালনের মাধ্যমে হৃত গৌরব ফিরিয়ে আনতে হবে। পানি ছাড়া যেমন মাছ বাঁচে না তেমনি সংস্কৃতি বিনা কোন জনপদের সভ্যতার কথা ভাবা যায় না। জীবন এবং জীবন যাত্রা সংস্কৃতিকে ধারণ করেই হাজার বছর ধরে এই জনপদে বাঙালি সংস্কৃতির মতো পরশ পাথর আমাদের রাজ-রাজ টিকা পরিয়ে এসেছে। আপন সংস্কৃতিকে পাশ কাটিয়ে ধার করা সংস্কৃতি চর্চা দেশ ও জাতির জন্য অশনি সংকেত। প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রামে সরকারি প্রণোদনায় লোককলা চর্চা বিষয়ক গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার জোর দাবী জানায়। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানের ২য় পর্বে লোককলা চর্চা কেন্দ্র বাংলাদেশের শিল্পীদের পরিবেশনায় কবিগাণের আসরে অংশ নেন লোককবি হরিপদ দেয়ারী, ও কবিয়াল সন্তোষ কুমার দে।