মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজকেন্দ্রে উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় মামাতো বোনের প্রক্সি দিতে এসে এক তরুণী আটক হয়েছেন।
মঙ্গলবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে জেসিয়া আক্তার (২০) নামের ওই তরুণীকে আটক করা হয়।
জেসিয়া মুন্সীগঞ্জ শহরের রনছ হাওলাপাড়া এলাকার জব্বার দেওয়ানের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি হরগঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. নুরুল ইসলাম।
কলেজ সূত্রে জানা গেছে, সরকারি হরগঙ্গা কলেজে পরীক্ষা দিতে আসেন জেসিয়া আক্তার। পরীক্ষা চলাকালে উপস্থিতির খাতায় সই করার সময় পরীক্ষকের সন্দেহ হয়। পরে রেজিস্ট্রেশন কার্ডের ছবির সঙ্গে জেসিয়ার মিল না পেয়ে তার পরীক্ষা স্থগিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়।
আটকের পর জেসিয়া আক্তার জানান, মামাতো বোন সাদিয়া আক্তার মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল। অসুস্থতার কারণে আজকের পরীক্ষা দিতে আসতে না পারায় তার হয়ে পরীক্ষায় দিতে আসেন তিনি।
সরকারি হরগঙ্গা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. নুরুল ইসলাম বলেন, ‘ভুয়া পরীক্ষার্থীকে ইউএনওর কাছে তুলে দেওয়া হয়েছে। প্রকৃত পরীক্ষার্থী সাদিয়া আক্তারকে এইচএসসি পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। তার সব কাগজপত্র কেন্দ্রে পাঠানো হবে।’
মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিফা খান বলেন, ‘তারা দুজন সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। আটক জেসিয়া মামাতো বোনের হয়ে প্রক্সি দিতে আসেন। তাদের পরিবারের লোকজনদের ডাকা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’