স্পোর্টস ডেস্ক
হাঁটুর চোটে এশিয়া কাপের বাংলাদেশ দল থেকে ছিটকে গেলেন ইবাদত হোসেন। এই পেসারের পরিবর্তে ডাক পেলেন তরুণ পেসার তানজিম হাসান। তিনি প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন। আজ মঙ্গলবার বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।
এর আগে গতকাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ইবাদতকে নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন। যেখানে এই তারকার জন্য এশিয়া কাপের পাশাপাশি বিশ্বকাপ নিয়েও শঙ্কা তৈরি হলো।
ওয়ানডেতে ইবাদতের এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে উইকেট ২২টি। গত অগাস্টে এই সংস্করণে তার অভিষেক। এরপর থেকে এই সময়টায় ওয়ানডেতে তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি বাংলাদেশের আর কেউ।
এদিকে সাম্প্রতিক সময়ে ইমার্জিং টিমস এশিয়া কাপ, ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ বোলিংয়ের পর এবার আন্তর্জাতিক মঞ্চে ডাক পেলেন ২০ বছর বয়সী পেসার তানজিম।
এর আগে গত মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বোলিং করার সময় আম্পায়ারের সঙ্গে কনুইয়ের ধাক্কায় ভারসাম্য হারিয়ে বাজেভাবে পড়ে যান ইবাদত। ওই চোটে ম্যাচ থেকে তো বটেই, সিরিজ থেকেও ছিটকে যান ২৯ বছর বয়সী পেসার।
আগামী ৩০ অগাস্ট শুরু হবে এশিয়া কাপের এবারের আসর। দ্বিতীয় দিন নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।