শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

ড. গাজী সালেহ উদ্দীন ছিলেন শিক্ষা ও জনদরদী ব্যক্তি

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সাবেক ডীন, সাবেক প্রক্টর, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, শিক্ষাবিদ, গবেষক, বীর মুক্তিযোদ্ধা গাজী সালেহ উদ্দীনের ২য় মৃত্যুবার্ষিকীর স্মরণ সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্প্রতি চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব।

প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. বাসন্তী প্রভা পালিত। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি মোঃ আতিকুর রহমান চৌধুরী, কবি আশীষ সেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস, বীর মুক্তিযোদ্ধা কিরণ লাল আচার্য্য, বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জণ চক্রবর্তী, লায়ন সুজিত কুমার দাশ, আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, সঙ্গীত শিল্পী অচিন্ত্য কুমার দাশ, কানুরাম দে, ছড়াকার মনজুর আলম, কবি সজল দাশ, আবৃত্তি শিল্পী সোমা মুৎসুদ্দী, মিফতাহুল জান্নাত, ফজলুল হক, মোঃ তিতাস, শিহাব রহমান, জাফর আহমদ প্রমুখ।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ড. গাজী সালেহ উদ্দীন ছিলেন আজন্ম এক দেশপ্রেমিক ও শিক্ষা সংগ্রামী মানুষ। তিনি ছিলেন সত্যিকারের একজন বঙ্গপ্রেমী। বঙ্গবন্ধুর প্রতি তার দরদ ছিল আকাশ সময়। তাই তিনি সবসময় স্বাধীনতার স্বপক্ষে কাজ করতে ভালোবাসতেন। সভায় বক্তারা বলেন ড.গাজী সালেহ উদ্দীন ছিলেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের একজন আপোষহীন লড়াকু সেনানী। তিনি আজীবন একজন যোদ্ধা ছিলেন। দেশ মাতৃকার তার প্রবল টান ছিল। তিনি একজন সফল মানুষ, সফল শিক্ষক, সফল গবেষক, সফল সংগঠক ছিলেন। এই গুণী শিক্ষকের শুণ্যতা কখনো পুরণ হওয়ার নয়। সভা শেষে ৪ জন শিক্ষার্থীকে ড.গাজী সালেহ উদ্দীন স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

আরও পড়ুন