লায়ন সদস্যদের সেবা কর্মকাণ্ড সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়ার আহবান জানিয়ে লায়ন্স জেলা গভর্নর এমডিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, লায়নদের উদার মন নিয়ে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত হয়ে সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান। লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী দায়িত্ব হস্তান্তর, জেলা গভর্নর টিমের সংবর্ধনা, অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্ট ও কর্নফুলী লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে ১০ জন মেধাবী শিক্ষার্থীর বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
এতে বিশেষ অতিথি ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু, প্রাক্তন জেলা গর্ভনরস ফোরামের চেয়ারম্যান লায়ন এম এ মালেক, প্রাক্তন জেলা গভর্নর লায়ন নাজমুল হক চৌধুরী, লায়ন রুপম কিশোর বড়ুয়া, লায়ন রফিক আহমেদ, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, লায়ন নুরুল ইসলাম, লায়ন কামরুন মালেক, লায়ন আল সাদাত দোভাষ, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু বক্কর সিদ্দিকী ও কেবিনেট ট্রেজারার লায়ন ইমতিয়াজ ইসলাম।দুই পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন জহির উদ্দিন হেলাল এবং লায়ন হেলাল উদ্দিন। লায়ন মো. শাহরিয়ার ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন এস এম আশরাফুল আলম আরজু, লায়ন মনির আহমেদ চৌধুরী, লায়ন আবু মোরশেদ, লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, লায়ন সিলভাস্টার বার্নাডেট, এম শওকতুল ইসলাম, আশরাফ আলী আশু, মির্জা আকবর আলী চৌধুরী, জাহাঙ্গীর মিয়া, অশেষ কুমার উকিল, গোলাম মহিউদ্দিন বাবুল, আশীষ ভট্টাচার্য, নবীউল হক সুমন, শুভ নাজ জিনিয়া, আশরাফুল ইয়াছিন, মিরাজুর রহমান, দেলোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার আবুল কাশেম, সরেষ বড়ুয়া, লিও সৌরভ বড়ুয়া, লিও তন্ময় পাল, লিও ইমরান, লিও জাওয়াদ প্রমুখ।