নিজের ২৫তম জন্মদিনে বাবা হওয়ার সুসংবাদ পেলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। এই বাঁহাতি ব্যাটারের জীবনসঙ্গী সাবরিন সুলতানা রত্না পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে নিজেই এই সুসংবাদ দিয়েছেন শান্ত। সেই সঙ্গে জানিয়েছেন, মা এবং নবজাতক দুজনেই সুস্থ আছে। চলতি মাসে দুই দিন পরই এশিয়া কাপের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল।
তার আগে ই এই দারুণ সুসংবাদ জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শান্ত লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ তা’আলার অশেষ রহমতে সকাল ১০টা ১৪মিনিটে পুত্র সন্তানের বাবা হয়েছি। মা-শিশু দুজনই ভালো আছে। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমরা আমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু করছি।’ ২০২০ সালের ১১ জুলাই করোনা মহামারির মাঝে বিয়ে করেন শান্ত ও রত্না। তাদের দুজনের বাড়িই রাজশাহীতে।