বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

এমপি নির্বাচন করবেন মাহি

পর্দার চেয়ে রাজনীতির মাঠেই বেশি সক্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। জাতীয় শোক দিবস উপলক্ষে ২০ আগস্ট পর্যন্ত গাজীপুরের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছেন। এরপর ছুটে যান রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বেশ কয়েকটি স্থানে। নায়িকা জানান, লক্ষ্য জাতীয় সংসদ নির্বাচন। আসছে জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করবেন মাহি।

‘অগ্নিকন্যা’খ্যাত এই অভিনেত্রী আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। বর্তমানে দলীয় অনুষ্ঠানে নিয়মিত অংশ নিচ্ছেন।

মাহির বলেন, ‘আমি নিয়মিতই দলীয় কাজগুলো চালিয়ে যাচ্ছি। ইচ্ছে আছে জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে যাওয়ার।’

তিনি আরও বলেন, ‘মানুষের জন্য এর আগেও কাজ করেছি। তবে এখন দলীয় ব্যানারে মানুষের জন্য কাজ করছি। আমার এলাকা চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর মানুষের জন্য কাজ করতে আগামী জাতীয় সংসদে মনোনয়ন কিনব।’

বর্তমানে রাজশাহীতেই অবেস্থান করছেন ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা। আর এই সময়টাতে চাঁপাইনবাবগঞ্জ এতিম খানায়, গোমস্তাপুর উপজেলার রহনপুর খাতুন জান্নাত ফাতিমা (র:) মহিলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়, গোমস্তাপুর উপজেলায় রহনপুর বিশ্বাসপাড়া দারুল উলুম ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল করেছেন।

আরও পড়ুন