অদ্য সকাল ১০ ঘটিকায় কৈনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃক আয়োজিত ও বীর মুক্তিযোদ্ধা নেপাল দও ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান’২০২৩ অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ারা ও কর্ণফুলি উপজেলার মাটি ও মানুষের নিবেদিত অভিবাবক মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী, চেয়ারম্যান আনোয়ারা উপজেলা পরিষদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারুল কাদের, উপজেলা শিক্ষা অফিসার, রঞ্জন ভট্টার্চায, সহকারী উপজেলা শিক্ষা অফিসার। জনাব শামসুল ইসলাম চৌধুরী চেয়ারম্যান ৫নং ইউনিয়ন পরিষদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বরুপ দত্ত, সভাপতি, বিদ্যালয় পরিচালনা কমিটি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুরজিত দত্ত সৈকত, প্রধান শিক্ষক আয়েশা আক্তার ও অন্যান্য সহকারি শিক্ষকবৃন্দ এবং জনাব আজাদ শিকদার সাবেক সভাপিত ৫নং বরুমচড়া, বাবু নিতাই দে ২নং ওয়াড সদস্য, উজ্জ্বল ভট্টাচার্য কৈনপুরা উচ্চ বিদ্যালয় সিনিয়ন শিক্ষক, সুধীর চন্দ্র দে, শিক্ষানুরাগী মিলন শীল, অভিবাবক সদস্য ডা: উৎপল দও, বিমল দেবনাথ, বীথি দও, স্মৃতি দাশ, বীর মুক্তিযোদ্ধা নেপাল চন্দ্র দত্ত ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এছাড়া বিদ্যালয়ের অফিস কক্ষের জন্য ৫টি টেবিল ও ১২ টি হুইলচেয়ার প্রদান করেন। সমগ্র অনুষ্ঠিত সঞ্চালনায় নাছিমা আক্তার বিদ্যালয়ের সহ: শিক্ষিকা। বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলেন, তনয় দও, তুজয় পাল, ধ্রুব দাশ প্রমুখ। আনোয়ারা উপজেলাকে দৃষ্টিনন্দন উপজেলা করায় ও শিক্ষা খাতে মান উন্নয়নে বিশেষ অবদানের জন্য আনোয়ারা উপজেলা পরিসদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী মহোদয়কে সম্মাননা স্মারক উপহার প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা নেপাল দও ফাউন্ডেশন ও কৈনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটিও শিক্ষার্থীবৃন্দ। এসময় প্রধান অতিথি বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, সুশিক্ষিত হয়ে জাতির কল্যান কাজে তোমাদের এগিয়ে আসতে হবে। কৈনপুরাবাসীর জন্য সুখবর অবশ্যই অতি শীঘ্রই নতুন একটি স্কুল ভবন উপহার দিব।