রোটারক্টে ক্লাব অব চিটাগং সাগরিকার আয়োজনে এরিয়া টিম ট্রেনিং সেমিনার-কানক্টে ২০২৩” এবং রোটারেক্ট ক্লাব অব চিটাগাং গ্রীণ সিটির আয়োজনে রোটারেক্ট মেম্বারশীপ সেমিনার” অদ্য বিকাল ৪ ঘটিকায় জামালখানের ক্লাব কলেজিয়েট চট্টগ্রাম লিমিটেড সেমিনার হল রুমে অনুষ্ঠিত হয়। প্রোগ্রাম চেয়ারম্যান রোটারেক্টর আমির খসরু এবং রোটারেক্টর হাবিবুর রহমানের সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন। রোটারি আর্ন্তজাতিক জেলা ৩২৮২, বাংলাদেশের জেলা গর্ভনর রোটারিয়ান ইঞ্জিনিয়ার মতিউর রহমান।
তিনি সমাজ পরির্বতনের আন্দোলনে রোটারেক্টরদের এগিয়ে আসাকে স্বাগত জানান। এছাড়া শুভচ্ছো বক্তব্য রাখেন ডি.আর.সি.সি রোটারিয়ান মোঃ শাহজাহান এবং রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার বর্তমান সভাপতি রোটারিয়ান আজিজুল ইসলাম বাবুল। তাছাড়া, রোটারেক্ট জেলা সংগঠন ৩২৮২ এর বর্তমান রোটারেক্ট জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম অপু, নির্বাচিত রোটারেক্ট জেলা প্রতিনিধি জাহেদ হোসেন চৌধুরী সহ রোটারেক্ট অঙ্গনের অন্যান্য জেলা অফিসিয়ালগণ এবং ক্লাব প্রেসিডেন্ট ও সেক্রেটারীসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।এরিয়া টিম ট্রেনিং সেমিনার- কানেক্ট ২০২৩ এর প্রশিক্ষক ছিলেন রোটারিয়ান মনজুরুল ইসলাম রায়হান, রোটারেক্ট জাহেদ হোসেন চৌধুরী, রোটারেক্টর গিয়াস উদ্দিন, রোটারেক্টর রবিউল হোসেন রাহাত এবং রোটারেক্টর ওয়াহেদ মুরাদ। বক্তারা উপস্থিত প্রশিক্ষণার্থীদের সবার ক্লাব পদবির দায়িত্ব সর্ম্পকে বলেন সঠিকভাবে দায়িত্ব পালনের করণীয় দিকগুলো জানান। রোটারেক্ট মেম্বারশিপ সেমিনার এর বক্তা ছিলেন রোটারিয়ান ওয়াহিদুজ্জামান চৌধুরী। রোটারেক্ট অঙ্গনকে আরও শক্তিশালী করতে ক্লাব সদস্যদের সমসাময়িক বিশ্বের সাথে তালমিলিয়ে চলার কথা বলেন। তিনি কীভাবে ক্লাব সদস্যদের আরও দক্ষ করে তোলা যায় সে বিষয়ে দিকনির্দেশনা দেন। আগামী প্রজন্মকে যোগ্য ও দক্ষ নেতৃত্ব হিসেবে গড়ে তোলার জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নাই। বিশ্বের সর্ববৃহৎ যুব সংগঠন রোটারেক্ট পৃথিবীর ১৮০টি দেশের প্রায় ১১ হাজার অধিক রোটারেক্ট ক্লাব ও ২ লক্ষের অধিক সদস্য রয়েছে। রোটারেক্ট ক্লাবগুলো তরুণদের মানসম্মত পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি সমাজ বিনির্মানে কারিগর হিসেবে কাজ করে।